অধিনায়কের বিদায়ী ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে অস্ট্রেলিয়া
অ্যারন ফিঞ্চ আগেই জানিয়ে রেখেছেন, এই ম্যাচটির পরই অবসরে যাবেন
প্রথম নিউজ, ডেস্ক : অ্যারন ফিঞ্চ আগেই জানিয়ে রেখেছেন, এই ম্যাচটির পরই অবসরে যাবেন। বিদায়ী ওয়ানডেতে টসভাগ্য সহায় হলো না অস্ট্রেলিয়া অধিনায়কের। কেয়ার্নসে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে টস জিতে অসিদের ব্যাটিংয়ে পাঠিয়েছে নিউজিল্যান্ড।
তিন ম্যাচ সিরিজের প্রথম দুটিই জিতে ট্রফি নিশ্চিত করে ফেলেছে স্বাগতিক অস্ট্রেলিয়া। নিউজিল্যান্ডের জন্য ম্যাচটি হোয়াইটওয়াশ লজ্জা এড়ানোর।
অস্ট্রেলিয়া একাদশ
অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), জশ ইংলিশ, স্টিভেন স্মিথ, মার্নাস লাবুশেন, অ্যালেক্স কারে (উইকেটরক্ষক), ক্যামেরুন গ্রিন, গ্লেন ম্যাক্সওয়েল, শন অ্যাবোট, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা, জশ হ্যাজেলউড।
নিউজিল্যান্ড একাদশ
ফিন অ্যালেন, ডেভন কনওয়ে, কেন উইলিয়ামসন (অধিনায়ক), টম লাথাম (উইকেটরক্ষক), ড্যারেল মিচেল, গ্লেন ফিলিপস, জিমি নিশাম, মিচেল স্যান্টনার, লুকি ফার্গুসন, টিম সাউদি, ট্রেন্ট বোল্ট।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews