Xiaomi Buds 4 Pro ইয়ারফোন একবার চার্জে চলবে ৩৮ ঘন্টা
চীনে শাওমি বাডস ৪ প্রো ইয়ারফোনের দাম ধার্য করা হয়েছে ১,০৯৯ ইউয়ান (প্রায় ১২,৯৮০ টাকা)
প্রথম নিউজ, ডেস্ক : নতুন জেনারেশনের Xiaomi Buds 4 Pro ট্রু ওয়্যারলেস স্টেরিও ইয়ারবাড লঞ্চ হল। নতুন এই ইয়ারফোনে বিশেষ নয়েজ রিডাকশন টেকনোলজি উপলব্ধ। তাছাড়া একবার চার্জে ইয়ারফোনটি ৩৮ ঘণ্টা পর্যন্ত পাওয়ার ব্যাকআপ দিতে সক্ষম। চলুন দেখে নেওয়া যাক নতুন Xiaomi Buds 4 Pro ইয়ারফোনের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন।
Xiaomi Buds 4 Pro ইয়ারফোনের দাম ও লভ্যতা
চীনে শাওমি বাডস ৪ প্রো ইয়ারফোনের দাম ধার্য করা হয়েছে ১,০৯৯ ইউয়ান (প্রায় ১২,৯৮০ টাকা)। যদিও এর প্রারম্ভিক মূল্য রাখা হয়েছে ৯৯৯ ইউয়ান ( প্রায় ১১,৭৯০ টাকা )। বর্তমানে এটি কেবলমাত্র চীনের বাজারে উপলব্ধ।
Xiaomi Buds 4 Pro ইয়ারফোনের স্পেসিফিকেশন
নতুন শাওমি বাডস ৪ প্রো ইয়ারফোন স্পেস ক্যাপসুল ডিজাইনের সাথে এসেছে , যা পূর্বসূরীর তুলনায় এটিকে আরো বেশি গোলাকার রূপ দিয়েছে। তাছাড়া এর চার্জিং কেস ম্যাগনেটিক হওয়ায় ইয়ারবাডগুলি চট করে আটকে যায় এবং হঠাৎ করে চার্জিং কেস থেকে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না। পাশাপাশি চার্জিং কেসের ঢাকনা খুলে সহজেই ইয়ারবাডগুলিকে বার করা যায়। যদিও নবাগত এই ইয়ারফোনের সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো এতে অ্যাডাপটিভ ডায়নামিক নয়েজ রিডাকশন ফিচার সাপোর্ট করবে। এটি ৪৮ ডেসিবেল পর্যন্ত বাইরের অবাঞ্ছিত আওয়াজ এড়াতে সক্ষম। শুধু তাই নয়, অডিও ডিভাইসটি স্বয়ংক্রিয়ভাবে ৩টি লেভেলে অ্যাডাপটিভ টেকনোলজি সাপোর্ট সহ এসেছে।
Xiaomi Buds 4 Pro এর আরেকটি সুবিধার হল হ্যান্ডসেটটিকে ম্যানুয়ালি ছটি লেভেলে নিয়ন্ত্রণ করা যায়। ইউজার সুবিধামতো ইয়ারফোনটিতে নয়েজ রিডাকশন লেভেল এবং এয়ার প্রেসারে ভারসাম্য আনতে পারবেন। তাছাড়া বিভিন্ন পরিস্থিতিতে ইয়ারফোনটির ট্রান্সপারেন্সি মোড, ভোকাল এনহ্যান্সমেন্ট এবং এনভারমেন্ট এনহ্যান্সমেন্ট নিয়ন্ত্রণ করা সম্ভব। পাশাপাশি ইয়ারফোনটিতে গঠন এবং সংস্থার নিজস্ব অ্যান্টি উইন্ড নয়েজ অ্যালগরিদম থাকায় সাইক্লিং কিংবা অন্য কোনো ধরনের স্পোর্টিং অ্যাক্টিভিটি করার সময় বাতাসের আওয়াজ সহজেই কাটানো যাবে। তাছাড়া ইয়ারফোনটিতে রয়েছে তিনটি ইনবিল্ট মাইক এবং বোন ভয়েস প্রিন্ট নয়েজ রিডাকশন। ইয়ারফোনটির সাউন্ড কোয়ালিটি প্রসঙ্গে বলতে গেলে এতে ব্যবহৃত হয়েছে ১১ এমএম লার্জ এমপ্লিচিউড মুভিং কয়েল ইউনিট এবং এটি এসবিসি, এএসি এবং এলএইচডিসি ৪.০ অডিও কোডেক সাপোর্ট করবে।
সংস্থার মতে, একবার চার্জে Xiaomi Buds 4 Pro ইয়ারফোন ৯ ঘন্টা পর্যন্ত প্লেব্যাক টাইম অফার করতে সক্ষম। উপরন্তু চার্জিং কেস সমেত এটি ৩৮ ঘন্টা পর্যন্ত সক্রিয় থাকবে। আবার ইয়ারফোনটিকে পুরোপুরি চার্জ দিতে মাত্র ৩০ মিনিট সময় লাগবে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews