৭ ও ৮ মের আগাম টিকিট বিক্রি শুরু
পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষে কর্মস্থলে ফেরার পালা
প্রথম নিউজ, ঢাকা : পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষে কর্মস্থলে ফেরার পালা। ঢাকায় ফিরতে চাওয়া যাত্রীদের জন্য ট্রেনের ফিরতি টিকিট বিক্রি শুরু হয়েছে। আজ বুধবার সকাল ৮টা থেকে ৭ ও ৮ মের টিকিট বিক্রি হয়েছে।
বাংলাদেশ রেলওয়ে সূত্র জানায়, যে স্টেশন থেকে যাত্রা, সেই স্টেশন থেকেই দেওয়া হচ্ছে ফিরতি টিকিট। এ জন্য ঈদ শেষে ফিরতি টিকিটের জন্য খুব বেশি একটা লাইন দেখা যায়নি স্টেশনগুলোর কাউন্টারে। গত ১ মে থেকে ট্রেনের ফিরতি টিকিট বিক্রি শুরু হয়েছিল।
কমলাপুর রেলস্টেশনের স্টেশন ব্যবস্থাপক মোহাম্মদ মাসুদ সারওয়ার জানিয়েছেন, দেশের যে স্টেশন থেকে যাত্রা, যেখান থেকেই ফিরতি অগ্রিম টিকিট পাওয়া যাবে। পাশাপাশি অনলাইনেও মিলছে ফিরতি টিকিট। এ টিকিট নিয়ে অনলাইন এবং কাউন্টারে কোনো চাপ নেই।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews