২য় রাউন্ডে ব্রাজিল পেলো তিউনিসিয়া, আর্জেন্টিনা পেলো নাইজেরিয়াকে

সোমবার রাতে অন্য গ্রুপগুলোর খেলা শেষ হওয়ার পর নিশ্চিত হলো দ্বিতীয় রাউন্ডে কে কার মুখোমুখি হতে যাচ্ছে।

২য় রাউন্ডে ব্রাজিল পেলো তিউনিসিয়া, আর্জেন্টিনা পেলো নাইজেরিয়াকে

প্রথম নিউজ, স্পোর্টস ডেস্ক : নিজ নিজ গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়ে আগেই দ্বিতীয় রাউন্ডে উঠে গিয়েছিলো জনপ্রিয় দুই ফুটবল দেশ আর্জেন্টিনা এবং ব্রাজিল। ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ ফুটবলে ‘এ’ গ্রুপ থেকে আর্জেন্টিনা এবং ‘ডি’ গ্রুপ থেকে ব্রাজিল দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করলেও তাদের প্রতিপক্ষ কে হবে, তা নিশ্চিত ছিল না।

সোমবার রাতে অন্য গ্রুপগুলোর খেলা শেষ হওয়ার পর নিশ্চিত হলো দ্বিতীয় রাউন্ডে কে কার মুখোমুখি হতে যাচ্ছে। স্বাগতিক আর্জেন্টিনাকে কঠিন প্রতিদ্বন্দ্বীতার মুখোমুখি হতে হবে। আফ্রিকান দেশ নাইজেরিয়া লা আলবিসিলেস্তেদের মুখোমুখি হবে কোয়ার্টার ফাইনালে।

‘ডি’ গ্রুপ থেকে তৃতীয় হয়ে দ্বিতীয় রাউন্ডে ওঠে নাইজেরিয়া। গ্রুপ পর্বে নাইজেরিয়াকে ২-০ গোলে হারিয়েছিলো ব্রাজিল। ব্রাজিল এবং আর্জেন্টিনার এই দুই ম্যাচ অনুষ্ঠিত হবে আগামীকাল (৩১ মে) বুধবার রাতে। ব্রাজিলও মুখোমুখি হবে আরো একটি আফ্রিকান দেশের। দেশটি হলো তিউনিসিয়া। ‘ই’ গ্রুপ থেকে তৃতীয় হয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছিলো দেশটি। এই ম্যাচটিও অনুষ্ঠিত হবে ৩১ মে, রাতে।

তবে সবচেয়ে কঠিন লড়াই হবে ইতালি এবং ইংল্যান্ডের। দ্বিতীয় রাউন্ডে এই দুই শক্তিশালী দেশ পরস্পর মুখোমুখি হবে। ‘ডি’ গ্রুপ থেকে ইতালি রানারআপ হয়ে এবং ‘ই’ গ্রুপ থেকে ইংল্যান্ড চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছিলো।

৩০ মে, ২০২৩ - যুক্তরাষ্ট্র-নিউজিল্যান্ড
৩০ মে, ২০২৩ - উজবেকিস্তান-ইসরায়েল
৩১ মে, ২০২৩ - ব্রাজিল-তিউনিসিয়া
৩১ মে, ২০২৩ - কলম্বিয়া-স্লোভাকিয়া
৩১ মে, ২০২৩ - ইংল্যান্ড-ইতালি
৩১ মে, ২০২৩ - আর্জেন্টিনা-নাইজেরিয়া
৩১ মে, ২০২৩ - গাম্বিয়া-উরুগুয়ে
৩১ মে, ২০২৩ - ইকুয়েডর-দক্ষিণ কোরিয়া