হালুয়াঘাট সীমান্ত থেকে বাংলাদেশী যুবকের লাশ উদ্ধার
লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শাহিনুজ্জামান খান।
প্রথম নিউজ, ময়মনসিংহ: ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার গোবড়াকুড়া সীমান্ত থেকে বাংলাদেশী এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার (১৫ মার্চ) সন্ধ্যায় লাশটি ভারতীয় সীমানায় পাওয়া যায়। নিহতের নাম সরোয়ার হোসেন (৪৫)। তিনি ওই উপজেলার বাসিন্দা। লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শাহিনুজ্জামান খান। তিনি বলেন, লাশটি উদ্ধার করে আনতে পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) স্থানীয় সদস্যরা ঘটনাস্থলে আছেন। দ্রুত লাশ আনার চেষ্টা চলছে।
এ বিষয়ে বিজিবির ময়মনসিংহের মেজর মো: সালাউদ্দিন বলেন, লাশটিতে আঘাতের চিহ্ন আছে কিনা তা এখনো জানা যায়নি। বিজিবি ও বর্ডার সিকিউরিটি ফোর্স বা ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মধ্যে পতাকা বৈঠক হবে। এ বৈঠকের মাধ্যমে রাতেই লাশটি আনা হবে। এরপর হত্যার রহস্য জানা যাবে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: