হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো তুরিন আফরোজকে

প্রথম নিউজ, অনলাইন: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মিরপুর থানাধীন গোল চত্বর এলাকায় আনোয়ার হোসেন পাটোয়ারী হত্যা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত। সোমবার (২১ এপ্রিল) সকালে তাকে আদালতে হাজির করে পুলিশ। এরপর তাকে এ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ও সিআইডির পরিদর্শক নাসির উদ্দিন সরকার। পরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালত তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।