সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল লিভারপুলের পর্তুগিজ ফরোয়ার্ড দিয়োগো জোতার

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল লিভারপুলের পর্তুগিজ ফরোয়ার্ড দিয়োগো জোতার

প্রথম নিউজ, খেলা ডেস্ক: লিভারপুল ফুটবল ক্লাবের পর্তুগিজ ফরোয়ার্ড দিয়োগো জোতা স্পেনের জামোরায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ জুলাই) রাত ১২টার কিছু পর জামোরার কাছে একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে এবং তৎক্ষণাৎ আগুন ধরে যায়। গাড়িটিতে থাকা জোতা ও তার ছোট ভাই ঘটনাস্থলেই আগুনে পুড়ে মারা যান।

স্পেনের রাষ্ট্রায়ত্ত টেলিভিশনের খবরে জানানো হয়, আগুন নিয়ন্ত্রণে আনার পর গাড়ির ভেতর থেকে ২৮ ও ২৬ বছর বয়সী দুই যুবকের মরদেহ উদ্ধার করে দমকলকর্মীরা। স্থানীয় পুলিশ জানিয়েছে, সব কিছু দিয়োগো জোতা ও তার ভাইয়ের মৃত্যুর দিকেই ইঙ্গিত করছে, তবে আনুষ্ঠানিকভাবে নাম এখনো নিশ্চিত করা হয়নি। মাত্র পাঁচ দিন আগে, গত ২৮ জুন বিবাহবন্ধনে আবদ্ধ হন দিয়োগো জোতা। জীবনের নতুন অধ্যায় শুরুর পরপরই এমন মর্মান্তিক দুর্ঘটনায় থমকে গেল তার জীবন।
গত মৌসুমে লিভারপুলের হয়ে ইংলিশ প্রিমিয়ার লিগ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন জোতা। এছাড়া ক্লাবটির হয়ে এফএ কাপ ও লিগ কাপ শিরোপাও জিতেছেন তিনি। ২০১৭ থেকে ২০২০ সাল পর্যন্ত ইংলিশ ক্লাব ওলভারহ্যাম্পটনে খেলে আলোচনায় আসেন তিনি। এরপর ইয়ুর্গেন ক্লপের অধীনে লিভারপুলে যোগ দেন এই ফরোয়ার্ড।
পর্তুগালের জাতীয় দলের হয়ে ৪৯টি ম্যাচ খেলেছেন জোতা। তার সময়েই দেশটি দুবার উয়েফা নেশন্স লিগ শিরোপা জেতে, যার সর্বশেষটি ছিল মাত্র মাসখানেক আগের। দিয়োগো জোতার অকাল মৃত্যুতে শোকাহত ফুটবল বিশ্ব। বহু ভক্ত ও সহকর্মী সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে শ্রদ্ধাভরে স্মরণ করছেন।