সিলেটে ছুরিকাঘাতে যুবক খুন

শনিবার রাত ১০টার দিকে ওসমানী মেডিকেলের সামনের সড়কে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

সিলেটে ছুরিকাঘাতে যুবক খুন

প্রথম নিউজ, সিলেট: সিনিয়র জুনিয়র নিয়ে কথা কাটাকাটির জেরে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ইমার্জেন্সি গেইটের সামনে ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন।  শনিবার রাত ১০টার দিকে ওসমানী মেডিকেলের সামনের সড়কে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মাহমুদ।

নিহত যুবকের নাম নাজিম আহমদ (২০)। পেশায় তিনি হোটেল শ্রমিক। তিনি সুনামগঞ্জের ধর্মপাশার নুর মিয়ার ছেলে ও সিলেট নগরীর দরগা মহল্লা এলাকার বাসিন্দা। এ ঘটনায় একজনকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। তার নাম জুয়েল আহমদ (১৮)।

স্থানীয় সূত্রে জানা যায়, রাত সাড়ে ৯টার সময় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ইমার্জেন্সি গেটের সামনে কয়েকজন যুবকের তর্কাতর্কির এক পর্যায়ে এক যুবককে ছুরিকাঘাত করে পালিয়ে যায় অন্যরা। এ ঘটনায় ঘটনাস্থলের আশপাশ থেকে একজনকে আটক করা হয়েছে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদ হোসেন বলেন, আমরা ঘটনাস্থল থেকে একজনকে আটক করেছি। প্রাথমিকভাবে সে এই হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে এই ঘটনার সাথে জড়িত সকলকে আইনের আওতায় নিয়ে আসা হবে। 

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom