সরকারি সফরে কাতার গেলেন বিমান বাহিনী প্রধান
শনিবার (২৬ আগস্ট) তিনি কাতারের উদ্দেশ্য ঢাকা ত্যাগ করেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর)।
প্রথম নিউজ, অনলাইন: বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান দুইজন সফরসঙ্গীসহ সরকারি সফরে কাতারের গিয়েছেন।শনিবার (২৬ আগস্ট) তিনি কাতারের উদ্দেশ্য ঢাকা ত্যাগ করেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর)।
আইএসপিআর জানায়, সফরকালে বিমান বাহিনী প্রধান কাতারের সশস্ত্র বাহিনী প্রধান লেফটেন্যান্ট জেনারেল (পাইলট) সালেম হামাদ আকিল আল-নাবিত এবং কাতার এমিরি এয়ারফোর্স এর কমান্ডার মেজর জেনারেল (পাইলট) যাসিম বিন মুহাম্মদ আল মান্নাই এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
সাক্ষাৎকালে তারা দুই দেশের মধ্যকার পেশাগত এবং দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করবেন। এছাড়াও বাংলাদেশ বিমান বাহিনী প্রধান দোহায় অবস্থিত আল যায়ীম মুহাম্মদ বিন আব্দুল্লাহ্ আল আত্তিয়া এয়ার একাডেমি পরিদর্শন করবেন। বিমান বাহিনী প্রধানের এই সফরের মাধ্যমে বাংলাদেশ বিমান বাহিনী ও কাতার এমিরি এয়ারফোর্স এর মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশা করা যায়।