সরকার পদত্যাগের ঘোষণা দিলে তখন আলোচনা: গণতন্ত্র মঞ্চ
আজ বুধবার রাজধানীর তোপখানা রোডে অবস্থিত বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কার্যালয়ে গণতন্ত্র মঞ্চের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সভা অনুষ্ঠিত হয়।
প্রথম নিউজ, ঢাকা: বর্তমান সরকার পদত্যাগ ও অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠার ঘোষণা দেওয়ার পর তাদের সঙ্গে আলোচনা হতে পারে, এ বক্তব্য দিয়েছেন গণতন্ত্র মঞ্চের নেতারা। তাঁরা বলেছেন, সরকারের পদত্যাগের ঘোষণার আগে তাঁদের কোনো ফাঁদে পা দেওয়া যাবে না। কারণ, বর্তমান সরকারের অধীনে জাতীয় নির্বাচনের প্রশ্নই অবান্তর।
আজ বুধবার রাজধানীর তোপখানা রোডে অবস্থিত বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কার্যালয়ে গণতন্ত্র মঞ্চের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সভা অনুষ্ঠিত হয়।
সভায় নেতারা বলেন, পদত্যাগের প্রশ্নে সরকারের টালবাহানা করার কোনো অবকাশ নেই। সরকারের পদত্যাগ ও অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠার ঘোষণা দিলেই কেবল সরকার ও সরকারি দলের সঙ্গে আলোচনার সুযোগ রয়েছে। ‘দম্ভ’ ও ‘কূটকৌশল’ পরিহার করে অবিলম্বে সরকারের পদত্যাগ ও জাতীয় সংসদ বাতিল করে নির্বাচনকালীন অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠার জন্য ক্ষমতাসীন দলের প্রতি আহ্বান জানান গণতন্ত্র মঞ্চের নেতারা।
গণতন্ত্র মঞ্চের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সভায় কাঁচা মরিচ, পেঁয়াজসহ খাদ্যপণ্যের ‘ফ্রি স্টাইল’ মূল্যবৃদ্ধির সমালোচনা করা হয়। সরকারের ব্যর্থতায় বাজারে পুরোপুরি নৈরাজ্য দেখা দিয়েছে বলে গণতন্ত্র মঞ্চের নেতারা দাবি করেন।
গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, রাষ্ট্রসংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম, জেএসডির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কামাল উদ্দিন পাটোয়ারী, ভাসানী অনুসারী পরিষদের সদস্যসচিব হাবিবুর রহমান প্রমুখ।