সরকার দেশকে খাদের কিনারে নিয়ে গেছে: প্রিন্স
প্রিন্স বলেন, দেশ পরিচালনায় আওয়ামী সরকারের কোনো লাইসেন্স নেই। এই সরকারের আমলে কোনো নির্বাচনেই জনগণ ভোট দিতে পারেনি। লাইসেন্সবিহীন এই সরকার দেশকে খাদের কিনারে নিয়ে গেছে।
প্রথম নিউজ,ময়মনসিংহ: ময়মনসিংহে শীতবস্ত্র বিতরণের সময় মহানগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ফয়সালকে বিনা ওয়ারেন্টে গ্রেফতার করা হয়েছে বলে দাবি করেছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। তিনি বলেন, সরকার এতটাই অমানবিক ও নিষ্ঠুর যে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণের সময়ও বিএনপি নেতাকর্মীদের আটক করা হচ্ছে।
প্রিন্স বলেন, দেশ পরিচালনায় আওয়ামী সরকারের কোনো লাইসেন্স নেই। এই সরকারের আমলে কোনো নির্বাচনেই জনগণ ভোট দিতে পারেনি। লাইসেন্সবিহীন এই সরকার দেশকে খাদের কিনারে নিয়ে গেছে।
সোমবার (২১ নভেম্বর) দুপুরে ময়মনসিংহ নগরীর গঙ্গাদাস রোড এলাকায় দক্ষিণ জেলা যুবদলের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বিএনপির এই সাংগঠনিক সম্পাদক আরও বলেন, ১৪ বছর ভোটের অধিকার কেড়ে নিয়ে আওয়ামী লীগ অগণতান্ত্রিক শাসন কায়েম করেছে। দুর্নীতি, লুটপাট করে অর্থনীতি লণ্ডভণ্ড করে দিয়েছে। গণতন্ত্র ,আইনের শাসন, মানবাধিকার হরণ করে তারা চরম দুঃশাসন কায়েম করেছে। এই দুঃশাসনের যাঁতাকলে মানুষ পিষ্ট হচ্ছে।
এ বিষয়ে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ বলেন, গত ১৫ অক্টোবর রেলওয়ে স্টেশনে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ হয়। সংঘর্ষে তিন পুলিশ সদস্যসহ আওয়ামী লীগের নেতাকর্মী আহত হন। ওই ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেন। রোববার আমিনুল ইসলাম ফয়সালকে ওই মামলায় গ্রেফতার করা হয়েছে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews