সরকারি ঘর পাইয়ে দিতে আ’লীগ নেতার বিরুদ্ধে অর্থআত্মসাতের অভিযোগ

টাকা আত্মসাতের অভিযোগ ওঠা মো. অহিদ শরীফ উপজেলার গালুয়া দুর্গাপুর এলাকার বাসিন্দা ও গালুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। অপরদিকে, অভিযোগকারী ফেরদৌসী বেগম উপজেলার গালুয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মৃত আব্দুল লতিফ মুন্সীর মেয়ে।

সরকারি ঘর পাইয়ে দিতে আ’লীগ নেতার বিরুদ্ধে অর্থআত্মসাতের অভিযোগ
আওয়ামী লীগ নেতা অহিদ শরীফ

প্রথম নিউজ, ঝালকাঠি: ঝালকাঠির রাজাপুরে অসহায় নারীকে সরকারি ঘর পাইয়ে দেওয়ার কথা বলে অর্থআত্মসাতের অভিযোগ উঠেছে এক স্থানীয় আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে। এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী।

টাকা আত্মসাতের অভিযোগ ওঠা মো. অহিদ শরীফ উপজেলার গালুয়া দুর্গাপুর এলাকার বাসিন্দা ও গালুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। অপরদিকে, অভিযোগকারী ফেরদৌসী বেগম উপজেলার গালুয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মৃত আব্দুল লতিফ মুন্সীর মেয়ে।

অভিযোগে ফেরদৌসী জানান, ১২ বছর আগে দুই সন্তানসহ তাকে রেখে স্বামী চলে যান। সেই থেকে তিনি বাবার দেওয়া জমিতে ছোট একটি ঝুপড়ি ঘর তুলে বসবাস করে আসছেন। স্থানীয় আওয়ামী লীগ নেতা অহিদ শরীফ ফেরদৌসীকে সরকারি ঘর পাইয়ে দেওয়ার কথা বলে তার কাছে ৫০ হাজার টাকা দাবি করে। ফেরদৌসী ধার-দেনা করে ৩৬ হাজার টাকা যোগাড় করে অহিদকে দেন। টাকা দেওয়ার পরে তিনবছর ধরে ঘর দেবো দেবো বলে ফেরদৌসীকে ঘোরাতে থাকেন অহিদ। এখন টাকা ফেরত চাইলে তিনি ফেরদৌসীকে বলেন ‘তোর টাকা ইউএনও খেয়েছে, আমি কিভাবে দেবো’। পরে নিরুপায় হয়ে ফেরদৌসী উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেন।

তবে আওয়ামী লীগ নেতা মো. অহিদ শরীফ এ অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, একটি মহল আমাকে সমাজে হেয়প্রতিপন্ন করতে দীর্ঘদিন থেকে ষড়যন্ত্র করে আসছে। এ বিষয়ে রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান খান বলেন, লিখিত অভিযোগ পেয়ে বিষয়টি তদন্ত করা হচ্ছে। সত্যতা পেলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom