সরকারি ওষুধসহ ঢামেক কর্মচারী আটক, তদন্ত কমিটি গঠন

বুধবার (১১ অক্টোবর) বেলা সাড়ে ১২টার দিকে বহির্বিভাগ থেকে সন্দেহ হওয়ায় একটি ওষুধের কার্টনসহ হাসপাতালের কর্মচারীকে আটক করে পরিচালক কাছে দেওয়া হয়।

সরকারি ওষুধসহ ঢামেক কর্মচারী আটক, তদন্ত কমিটি গঠন

প্রথম নিউজ, অনলাইন: ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ওষুধের কার্টনসহ মো. ফারুক হোসেন  নামে এক কর্মচারীকে আনসার সদস্যরা আটক করে পরিচালকের কাছে সোপর্দ করেছেন। সে ১১২ নম্বর ওয়ার্ডে কর্মরত রয়েছে। বুধবার (১১ অক্টোবর) বেলা সাড়ে ১২টার দিকে বহির্বিভাগ থেকে সন্দেহ হওয়ায় একটি ওষুধের কার্টনসহ হাসপাতালের কর্মচারীকে আটক করে পরিচালক কাছে দেওয়া হয়। পরে ঘটনার সত্যতার জানতে পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে দিয়েছেন। কমিটিকে সাত দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়। 

ঢামেক হাসপাতালে নিরাপত্তার দায়িত্বে থাকা প্লাটুন কমান্ডার উজ্জ্বল বেপারী বলেন, বহির্বিভাগ থেকে সন্দেহ হওয়ায় একটি ওষুধের কার্টনসহ হাসপাতালের কর্মচারী ফারুককে পরিচালক স্যারের কাছে নিয়ে যাই। ওই কার্টনে মেডিক্যালের ওষুধ সামগ্রী ছিল। তবে সে ওষুধ ঔষধাগার (স্টোর) থেকে ওয়ার্ডে নিয়ে যাওয়ার জন্য নিয়ে ছিল কিনা, না চুরির উদ্দেশ্যে নিয়ে ছিল।

তা যাচাই করার জন্য শুনেছি পরিচালক স্যার একটি তদন্ত কমিটি করে দিয়েছেন। তদন্তের পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।  ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, মেডিসিন চুরির কোনো অভিযোগ পাইনি, আমাদের কাছে কাউকে দেওয়া হয়নি।