সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে : দুলু
প্রথম নিউজ, নওগাঁ : বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, দীর্ঘ ১৫ বছর জোরপূর্বক রাষ্ট্রীয় ক্ষমতায় আছে আওয়ামী লীগ। এবার আমেরিকা-ইউরোপসহ সারা পৃথিবী বাংলাদেশের জনগণের পাশে দাঁড়িয়েছে। তাই আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকার বা নিরপেক্ষ সরকারের অধীনেই হবে। সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে।
রোববার (১৫ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় নওগাঁ জেলা বিএনপির কার্যালয়ে ঢাকার মহাসমাবেশকে সফল করতে এক প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রুহুল কুদ্দুস তালুকদার দুলু আরও বলেন, ২০১৪ এবং ২০১৮ সালে দেশে কোনো ভোট হয়নি। কোনো ভোটার ভোটকেন্দ্রে যায়নি। তাই তত্ত্বাবধায়ক সরকার বা নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর না করা পর্যন্ত বিএনপির নেতাকর্মীরা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাবে।
জেলা বিএনপির আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক নান্নুর সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম টুকু, জেলা বিএনপির সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশ, যুগ্ম আহ্বায়ক শফিউল আজম রানা, সাবেক সাংগঠনিক সম্পাদক মামুনুর রহমান রিপন প্রমুখ বক্তব্য দেন।