স্থানীয় নির্বাচন বর্জনের ডাক খালেদা জিয়ার
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। সোমবার রাত সোয়া ৮টায় বেগম খালেদা জিয়ার গুলশানের বাসভবন ফিরোজায় যান তিনি।
প্রথম নিউজ, অনলাইন: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। সোমবার রাত সোয়া ৮টায় বেগম খালেদা জিয়ার গুলশানের বাসভবন ফিরোজায় যান তিনি। সাক্ষাৎ শেষে রাত ১০টার দিকে তিনি বের হয়ে আসেন। রাতেই গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন তিনি। বিএনপি চেয়ারপারসনের সঙ্গে কী আলাপ হয়েছে? এমন প্রশ্নের উত্তরে মান্না মানবজমিনকে বলেন, বেগম খালেদা জিয়া দেশবাসীকে নির্বাচন বয়কটের আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে ভোট কেন্দ্র বর্জনের আহ্বান জানিয়েছেন। তিনি আরো বলেন, আন্দোলন নিয়ে আমাদের কথা হয়েছে।
সবাইকে নিয়ে আন্দোলন জোরদার করার কথা বলেছেন। বেগম খালেদা জিয়া বলেছেন, আন্দোলনের বিকল্প নেই। বিএনপি বর্তমান আওয়ামী লীগ সরকারের অধীনে নির্বাচনে যাবে না মর্মে কঠোর আন্দোলনে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন তিনি। এছাড়া বেগম খালেদা জিয়ার খোঁজ-খবর নিয়েছি। তিনি আগের মতোই অসুস্থ। হাঁটতে, চলতে কষ্ট হচ্ছে। তিনি উন্নত চিকিৎসা করাতে চাচ্ছেন।