সচিবদের সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করার নির্দেশ
মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন সচিবালয়ে প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির সভায় এ নির্দেশনা দেন ।
প্রথম নিউজ, ঢাকা: সচিবদের সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করার নির্দেশ দিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন। সোমবার (২৪ জুলাই) সচিবালয়ে প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির সভায় এ নির্দেশনা দেন তিনি। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
পরিকল্পনা কমিশনের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) তৈরি এক গবেষণা প্রতিবেদনে বলা হয়েছিল, দেশের বিদ্যুৎকেন্দ্রের ক্যাপাসিটি চার্জ হচ্ছে একটি ‘লুটেরা মডেল’। এই ক্যাপাসিটি চার্জ হিসেবে গত ১৪ বছরে ৯০ হাজার কোটি টাকার সমপরিমাণ ডলার গচ্চা গেছে। ক্যাপাসিটি চার্জের বর্তমান মডেল কোনোভাবেই টেকসই নয়।
ওই প্রতিবেদন আইএমইডির ওয়েবসাইটে প্রকাশের পর এ নিয়ে খবর প্রকাশিত হলে ব্যাপক সমালোচনা সৃষ্টি হয়। পরে প্রতিবেদনটি ওয়েবসাইট থেকে সরিয়ে নেওয়া হয়। এ ঘটনার জেরে একজন উপ-সচিব এবং একজন অতিরিক্ত সচিবকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করেছে সরকার।
সূত্র জানায়, বৈঠকে আইএমইডির বিষয়টি উঠে আসে। সরকারি কর্মকর্তা হিসেবে আইনকানুন, বিধিবিধানের আলোকে নিজেদের কাজকর্মে সতর্কতার সঙ্গে মনোযোগ দিতে পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া কোনোভাবেই যেন সরকারের বিরুদ্ধে কোনো তথ্য প্রকাশ না পায়, সে বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে।
সূত্র আরও জানায়, সব বিষয়ে শতভাগ নিশ্চিত হয়ে পদক্ষেপ নেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব। সরকারের শেষ সময়ে নানা গুজব ছড়ানো হতে পারে। সেজন্য যেকোনো সিদ্ধান্ত নেওয়ার আগে শতভাগ নিশ্চিত হওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে দুপুরে বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব সাংবাদিকদের বলেন, বিশেষ কোনো মিটিং নয়, নিয়মিত যে মিটিং সেটিই হয়েছে। এটি আগামীকাল (মঙ্গলবার) হওয়ার কথা ছিল, ওই সময় আমার অন্য একটি প্রোগ্রাম আছে। সেজন্য আমি মিটিংটি এগিয়ে নিয়ে এসেছি।
মাহবুব হোসেন বলেন, প্রকল্প বাছাই করার ক্ষেত্রে, প্রকল্পে অর্থায়নের ক্ষেত্রে ইন্টারন্যাশনাল উইন্ডোগুলো তৈরি হয়েছে, সেখানে যেন সচিবরা একটু বেশি নজর দেয় সে বিষয় নিয়ে কথা হয়েছে। কয়েকজন সচিব জানিয়েছেন ‘আজ সচিব সভাই হয়েছে’– এক সাংবাদিক বিষয়টি জানিয়ে মন্ত্রিপরিষদ সচিবের দৃষ্টি আকর্ষণ করেন। জবাবে মাহবুব হোসেন বলেন, কোনো সচিব এ কথা বলে থাকলে তাকে জিজ্ঞাসা করুন, আমাকে নয়।