স্কুলে যেতে শিশুদের পার হতে হয় ৩০০ ফুট বাঁশের সাঁকো

পটুয়াখালীর বাউফল উপজেলার বগা ইউনিয়নের কৌখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যেতে শিশুদের ৩০০ ফুট দীর্ঘ বাঁশের সাঁকো পার হতে হয়। এতে যেকোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। তাই এলাকাবাসী একটি সেতু নির্মাণের দাবি জানিয়েছেন। 

স্কুলে যেতে শিশুদের পার হতে হয় ৩০০ ফুট বাঁশের সাঁকো

প্রথম নিউজ,পটুয়াখালী: পটুয়াখালীর বাউফল উপজেলার বগা ইউনিয়নের কৌখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যেতে শিশুদের ৩০০ ফুট দীর্ঘ বাঁশের সাঁকো পার হতে হয়। এতে যেকোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। তাই এলাকাবাসী একটি সেতু নির্মাণের দাবি জানিয়েছেন। 

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, কৌখালী বাজার ও কৌখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাতায়াতের জন্য গ্রামবাসী কয়েক বছর আগে একটি বাঁশের সাঁকো নির্মাণ করেন। জীবনের ঝুঁকি নিয়ে শিক্ষার্থীরা সাঁকো পারাপার হয়ে প্রতিদিন বিদ্যালয়ে যাতায়াত করছে। 

ওই বিদ্যালয়ের শিক্ষার্থী ফাতেমা, মারিয়া ও জান্নাতুল জানায়, প্রতিদিন আমরা এই সাঁকো পার হয়ে স্কুলে যাওয়া-আসা করি। সম্প্রতি এক শিক্ষার্থী সাঁকো পারাপারের সময় খালে পড়ে যায়। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল হোসেন বলেন, বিদ্যালয় ও বাজারে যাতায়াতের সুবিধার জন্য গ্রামবাসী সাঁকো নির্মাণ করেছেন। প্রতিদিন ঝুঁকি নিয়ে শিক্ষার্থীরা এই সাঁকো পারাপার হচ্ছে।

চান মিয়া নামে এক প্রবীণ বলেন, এখানে একটি সেতু নির্মাণের দাবি দীর্ঘ দিনের। আমরা একটি সেতু চাই। বগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদ হাসান বলেন, ওই সাঁকো দিয়ে কয়েকটি পরিবার আসা-যাওয়া করে। পুরোনো ব্রিজের লোহার বিম অ্যাঙেল দিয়ে একটি সেতু নির্মাণ করা হলে পরিবারগুলো উপকৃত হতো।

এলজিইডির বাউফল উপজেলা প্রকৌশলী সুলতান হোসেন বলেন, এলাকাটি পরিদর্শনের পর গুরুত্ব বিবেচনা করে সেতু নির্মাণের প্রস্তাব পাঠানো হবে। 

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom