সিইসি যে বক্তব্য রাখছে তাতে সুষ্ঠু নির্বাচনের আশা করা যায় না: আমির খসরু
আজ রবিবার (৮ অক্টোবর) ডিআরইউতে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার বিষয়ে আয়োজিত সেমিনারে তিনি এসব কথা বলেন।
প্রথম নিউজ, ঢাকা: বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচনের দিকে না গিয়ে যেভাবে বক্তব্য রাখছে তাতে সুষ্ঠু নির্বাচনের আশা করা যায় না। তিনি বলেন, এ নির্বাচন কমিশনকে বসানোই হয়েছে আগামী নির্বাচনেও ভোট চুরি করে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার জন্য।
আজ রবিবার (৮ অক্টোবর) ডিআরইউতে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার বিষয়ে আয়োজিত সেমিনারে তিনি এসব কথা বলেন।
আমির খসরু বলেন, কমিশন নিয়ে কথা বলে লাভ নেই, সরকারকেই সরাতে হবে। এ সরকারের বিদায় নেয়া পর ভিন্ন রাজনীতি হবে। কিন্তু আওয়ামী লীগ শান্তিপূর্ণ উপায়ে ক্ষমতা হস্তান্তর করবে বলে মনে করেন না বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য।
এজন্য রাজপথে ফয়সালা করার কথাও বলেন তিনি। এই সরকারকে বিদায় করতে সবাইকে রাজপথে থাকার আহবান জানান আমির খসরু।
আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সরকারকে সরানো ছাড়া কোনো বিকল্প নেই। দেশের সব মানুষের জন্য একটা লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে কাজ করছে বিএনপি। রুপান্তরমূলক পরিবর্তনের মাধ্যমে দেশকে গড়ে তুলতে শেখ হাসিনার পতন নিশ্চিত করতে হবে।
তিনি বলেন, বাংলাদেশ একটা ফ্যাস্টিট রেজিমে আছে। যারা এই সরকারকে সাহায্য করছে তাদের ন্যুরেমবার্গ ট্রায়ালের মতো বিচার করা হবে। তিনি আরও বলেন, সরকারকে সরানো ছাড়া কোন বিকল্প নাই। শান্তিপূর্ণভাবে শেখ হাসিনার মতো সরকার বিদায় নিয়েছে তেমন রেকর্ড নেই সুতরাং তাদেরকে নামাতে হবে।
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য আরও বলেন, সিইসি এই সরকারের ভোট চুরি করার একটা টুলস। আগামী নির্বাচন সুষ্ঠু হবে- এটা যারা বিশ্বাস করে তারা বোকার স্বর্গে বাস করে। বাকশালের আদলে রেজিম তৈরি করেছে সরকার। তাদের বিদায় করতে হলে ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকতে হবে। ৩১ দফা বাস্তবায়ন করা না গেলে বাংলাদেশকে সঠিকপথে পরিচালনা করা যাবে না বলেও জানান তিনি।