শ্যামনগরে সড়ক দুর্ঘটনায় স্কুলশিক্ষিকা নিহত

সাতক্ষীরার শ্যামনগরে সড়ক দুর্ঘটনায় মিতা রানী রপ্তান (৪৫) নামের এক প্রাথমিক স্কুল শিক্ষিকা নিহত হয়েছেন

 শ্যামনগরে সড়ক দুর্ঘটনায় স্কুলশিক্ষিকা নিহত

প্রথম নিউজ, সাতক্ষীরা : সাতক্ষীরার শ্যামনগরে সড়ক দুর্ঘটনায় মিতা রানী রপ্তান (৪৫) নামের এক প্রাথমিক স্কুল শিক্ষিকা নিহত হয়েছেন। শনিবার সকাল ৯টার দিকে নিজ বাড়ি হতে স্কুলে যাওয়ার সময় নওয়াবেঁকী-মুন্সিগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে। তিনি উপজেলার বড়কুপট (রপ্তান বাড়ি) গ্রামের দেবনাথ রপ্তানের স্ত্রী ও উপজেলার ১৮৫ নং সোয়ালিয়া সাপেরদুনে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা।

আটুলিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আলহাজ্ব আবু সালেহ বাবু ও পারিবারিক সূত্রে জানা যায়, সকালের দিকে নিজ বাড়ী হতে ব্যাটারী চালিত ভ্যান যোগে কর্মস্থলে যাওয়ার সময় পথিমধ্যে ভ্যানের ধাক্কায় রাস্তার উপরে পড়ে গুরুতর আহত হয়। এসময় স্থানীয়রা দ্রুত উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত মেডিকেল অফিসার তাকে মৃত ঘোষণা করেন।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom