শিমুল বিশ্বাসকে না পেয়ে ছোটভাইকে আটকের অভিযোগ
শিমুল বিশ্বাস অভিযোগ করেন, ১৩ নভেম্বর দিবাগত রাত সোয়া ২টার দিকে পুলিশ তার পাবনার বাসায় অভিযানকালে তাকে না পেয়ে পরিবারের সদস্যদের সঙ্গে চরম দুর্ব্যবহার, হয়রানী ও ভয়ভীতি দেখায়।
প্রথম নিউজ, ঢাকা: বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসের পাবনার বাসায় তল্লাশি চালিয়ে ছোটভাই পাবনা জেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ও পাবনা জেলা আহবায়ক কমিটির সদস্য শহিদুর রহমান টুটুল বিশ্বাসকে আটক করেছে পাবনা পুলিশ। শিমুল বিশ্বাস অভিযোগ করেন, ১৩ নভেম্বর দিবাগত রাত সোয়া ২টার দিকে পুলিশ তার পাবনার বাসায় অভিযানকালে তাকে না পেয়ে পরিবারের সদস্যদের সঙ্গে চরম দুর্ব্যবহার, হয়রানী ও ভয়ভীতি দেখায়। তিনি বলেন, ৯০ বৎসর উর্ধ্ব আমার অসুস্থ মা’কে ঘুম থেকে ডেকে চরম অমানবিক আচরণ করে। একান্নবর্তী পরিবারের সকল সদস্যের ঘরে ঘরে খোঁজাখুঁজির নামে ভীতি ও ত্রাস সৃষ্টি করে। পরে ১৪ নভেম্বর বিকাল ৫ টার দিকে আমার সহোদর ছোট-ভাই সহিদুর রহমান বিশ্বাস টুটুলকে বিনা কারণে গ্রেফতার করে নিয়ে যায় পুলিশ।
এদিকে দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী এক বিবৃতিতে শিমুল বিশ্বাসের পাবনার বাসভবনে পুলিশের অভিযান এবং পরিবারের সদস্যদের সঙ্গে চরম দুর্ব্যবহার, হয়রানি ও ভয়ভীতি প্রদর্শনের তীব্র নিন্দা জানান। তিনি বলেন, দলদাস পুলিশ কতটা অমানবিক, বেপরোয়া এবং হিংস্র হলে ৯০ বৎসর উর্ধ্ব একজন অশীতিপর বৃদ্ধাকে গভীর রাতে ঘুম থেকে তুলে চরম অমানবিক আচরণ করে ! এই হিংস্রতা বন্ধ এবং শহিদুর রহমান টুটুল বিশ্বাসকে অবিলম্বে মুক্তির দাবী জানান রিজভী।