লরির ধাক্কায় অটোরিকশার তিন যাত্রী নিহত: চালক গ্রেফতার

লরির ধাক্কায় অটোরিকশার তিন যাত্রী নিহত: চালক গ্রেফতার

প্রথম নিউজ, রাঙামাটি : রাঙামাটির কাউখালী কলাবাগান এলাকায় লরি ও সিএনজিচালিত অটোরিকশা দুর্ঘটনায় পলাতক লরিচালক শামসুল আলমকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে রাঙামাটি জেনারেল হাসপাতালে চিকিৎসা শেষে তাকে আদালতে প্রেরণ করা হয়।

পুলিশ জানায়, গত ১৫ ফেব্রুয়ারি রাঙামাটি থেকে চট্টগ্রাম যাওয়ার পথে একটি লরি পেছনের দিক থেকে বেপরোয়া গতিতে একটি যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশার তিন যাত্রী নিহত হন। দুই জনকে আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তারা সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।

এই ঘটনায় কাউখালী থানায় একটি মামলা করা হয়েছে। মামলাটি বর্তমানে তদন্তের পর্যায়ে রয়েছে।

রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহ এমরান জানান জানান, ঘটনার পরপরই লরিচালক পালিয়ে যায়। পরে চট্টগ্রাম পার্ক ভিউ হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেফতার করে। পরে রাঙামাটি জেনারেল হাসপাতালে চিকিৎসা শেষে আদালতে প্রেরণ করা হয়।