রোহিঙ্গা ক্যাম্পে দুই গ্রুপের গোলাগুলিতে নিহত ১
আজ বৃহস্পতিবার ভোরে ২ নং রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে। নিহত সেলিম উখিয়া বালুখালী ২ নং ক্যাম্পের ব্লক সিয়ের আবদুল শুক্কুরের ছেলে।
প্রথম নিউজ, কক্সবাজার : কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে দুই গ্রুপের গোলাগুলির ঘটনায় মোহাম্মদ সেলিম (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার ভোরে ২ নং রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে। নিহত সেলিম উখিয়া বালুখালী ২ নং ক্যাম্পের ব্লক সিয়ের আবদুল শুক্কুরের ছেলে।
রোহিঙ্গা শিবিরের নিরাপত্তার দায়িত্বে থাকা ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক ও পুলিশ সুপার নাঈমুল হক এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আসরা ও মুন্না গ্রুপের গুলাগুলিতে আরসার এক সদস্য নিহত হয়েছে। মূলত আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই সংঘর্ষ হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানোর চেষ্টা চলছে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews