রামদা হাতে লালমনিরহাটে স্কুলে তাণ্ডব 

বুধবার (১৯ অক্টোবর) বেলা ১১টায় হঠাৎ কোরবান আলী নামে ওই যুবক রামদা নিয়ে বিদ্যালয়ে প্রবেশ করে তাণ্ডব চালায়।

রামদা হাতে লালমনিরহাটে স্কুলে তাণ্ডব 

প্রথম নিউজ, লালমনিরহাট: লালমনিরহাট সদর উপজেলার কালমাটি গুদামের চওড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দেশীয় অস্ত্র নিয়ে হামলার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। ওই হামলায় প্রধান শিক্ষক সামসুজ্জামান লিজু আহত হয়েছেন।

বুধবার (১৯ অক্টোবর) বেলা ১১টায় হঠাৎ কোরবান আলী নামে ওই যুবক রামদা নিয়ে বিদ্যালয়ে প্রবেশ করে তাণ্ডব চালায়।

জানা গেছে, প্রতি দিনের মতো বিদ্যালয়ে পাঠদান চলছিল লালমনিরহাট সদর উপজেলার কালমাটি গুদামের চওড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। বেলা ১১টায় হঠাৎ কোরবান আলী নামে এক যুবক রাম দা নিয়ে বিদ্যালয়ে প্রবেশ করে। অস্ত্রধারী যুবককে দেখে ভয়ে পালাতে থাকে শিক্ষার্থীরা। এ সময় প্রধান শিক্ষক সামসুজ্জামান লিজুর কক্ষে প্রবেশ করে তাকে কোপাতে থাকে ওই যুবক। উপস্থিত শিক্ষিকারা তাকে বাঁচাতে চেষ্টা করলে তাদের ওপরও হামলা করে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে বিদ্যালয় জুড়ে।

লালমনিরহাট সদর থানার ওসি এরশাদুল আলম বলেন, ওই প্রধান শিক্ষক হাসপাতালে ভর্তি রয়েছেন। পাশাপাশি ওই যুবককেও স্থানীয় লোকজন মারধর করেছে তাকেও হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব‌্যবস্থা নেওয়া হবে।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom