রোনালদোর আল নাসরের সঙ্গে খেলবে না মেসির মায়ামি

স্প্যানিশ দৈনিক মার্কা জানায়, সৌদি আরবের প্রস্তাবে নাকি রাজিও হয়ে গিয়েছে যুক্তরাষ্ট্রের ক্লাবটি।

রোনালদোর আল নাসরের সঙ্গে খেলবে না মেসির মায়ামি

প্রথম নিউজ, খেলা ডেস্ক: ক্লাব ফ্রেন্ডলি টুর্নামেন্টে আল নাসর এফসির মুখোমুখি হওয়ার প্রস্তাব এসেছিল ইন্টার মায়ামির। স্প্যানিশ দৈনিক মার্কা জানায়, সৌদি আরবের প্রস্তাবে নাকি রাজিও হয়ে গিয়েছে যুক্তরাষ্ট্রের ক্লাবটি। এতে ফের মুখোমুখি হওয়ার সম্ভাবনা জেগেছিল লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর। তবে ইন্টার মায়ামি জানিয়েছে, আল নাসরের সঙ্গে টুর্নামেন্টে অংশগ্রহণের খবরটি গুজব। 

২০০৯ সালে রিয়াল মাদ্রিদে যোগ দেন ক্রিস্টিয়ানো রোনালদো। ২০১৮ সাল পর্যন্ত ক্লাবটিতে ছিলেন পর্তুগিজ সুপারস্টার। স্প্যানিশ লা লিগায় এই ৯ বছরে এল ক্লাসিকোর মোড়কে বহুবার মঞ্চস্থ হয়েছে রোনালদো ও লিওনেল মেসির লড়াই। সিআরসেভেনের ৩ বছর পর স্পেন ছাড়েন এলএমটেনও। তবুও ইউরোপিয়ান প্রতিযোগিতায় দেখা হতো দুই ফুটবল গ্রেটের। তবে ইউরোপ ছাড়ায় দুই মহাতারকার মুখোমুখি লড়াই দেখার সুযোগ হচ্ছে না দর্শকদের। গত ২৫শে জুলাই ক্লাব ফ্রেন্ডলি ম্যাচে মুখোমুখি হয় সৌদি প্রো লীগের দল আল নাসর এফসি এবং ফরাসি লিগ ওয়ান জায়ান্ট প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)।

সেই ম্যাচে সবশেষ মুখোমুখি লড়াইয়ে নামেন ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসি। এরপরই পিএসজি ছেড়ে যুক্তরাষ্ট্রের দল ইন্টার মায়ামিতে যোগ দেন আর্জেন্টিনা অধিনায়ক।

বুধবার খবর ছড়ায়, আগামী ফেব্রুয়ারিতে সৌদি আরবে আল নাসর এবং ইন্টার মায়ামির মধ্যে রিয়াদ সিজন কাপ ফ্রেন্ডলি টুর্নামেন্ট আয়োজনের প্রস্তুতি নিচ্ছে সৌদি আরব ফুটবল। এরপর নিজেদের অবস্থান পরিষ্কার করতে বিবৃতি দেয়া হয় ইন্টার মায়ামি ক্লাবের পক্ষ থেকে। বিবৃতিতে বলা হয়, ‘আজ (বুধবার) একটি ঘোষণা ছড়িয়ে গিয়েছে যে, ইন্টার মায়ামি রিয়াদ সিজন কাপে খেলতে যাচ্ছে, যা সম্পূর্ণ ভুল একটি খবর।’

সৌদি আরবে গিয়ে খেলার খবরটি গুজব বললেও, যুক্তরাষ্ট্রের গণ্ডি পেরিয়ে বাইরের দেশে খেলার পরিকল্পনা রয়েছে ইন্টার মায়ামির। বিবৃতিতে বলা হয়, ‘প্রতিষ্ঠার প্রথম দিন থেকেই ইন্টার মায়ামি সিএফ একটি গ্লোবাল ব্র্যান্ড হতে শুরু করেছে। এই লক্ষ্যে, আমরা ২০২৪ সালের প্রি-সিজন সূচি নির্ধারণের পরিকল্পনা করছি। আন্তর্জাতিক অঙ্গনে আমাদের খেলা প্রদর্শন করতে উন্মুখ হয়ে আছি। আগামী সপ্তাহেই সূচি প্রকাশ করবো আমরা।’

ক্লাব ফ্রেন্ডলির মোড়কে দেখা না হলেও জাতীয় দলের হয়ে দেখা হতে পারে ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসির। ক্রীড়া গণমাধ্যম গোলডটকমের খবর, আগামী বছর আন্তর্জাতিক ম্যাচে মুখোমুখি হতে পারেন দুই মহাতারকা। আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সূত্রের বরাত দিয়ে গোলডটকমের প্রতিবেদনে বলা হয়, নতুন বছরে পর্তুগাল, ইংল্যান্ড, জার্মানি, নেদারল্যান্ডস এবং ফ্রান্সের সঙ্গে প্রীতি ম্যাচ খেলার পরিকল্পনা করছে আর্জেন্টিনা। গুঞ্জন সত্যি হলে, আবারো মুখোমুখি লড়াইয়ে নামতে পারেন রোনালদো ও মেসি। গোলডটকম জানিয়েছে, প্রীতি ম্যাচগুলোর পরিকল্পনা করলেও এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন। চলতি মাসেই এই সিদ্ধান্ত  নেবে এএফএ। 

এদিকে দক্ষিণ আমেরিকান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা কনমেবল জানিয়েছে, কনমেবল এবং উয়েফার অন্তর্ভুক্ত দলগুলো নিয়ে একটি ফ্রেন্ডলি টুর্নামেন্ট আয়োজনের প্রস্তুতি চলছে। ‘কোপা ইন্টারফেডারেশনস’ পরিকল্পনাধীন এই প্রতিযোগিতা শুরু হলে প্রত্যেক বছরই দেখা হতে পারে আর্জেন্টিনা ও পর্তুগালের। দেখা হতে পারে রোনালদো ও মেসিরও।

সবশেষ ২০১৪ সালে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মুখোমুখি হয় আর্জেন্টিনা ও পর্তুগাল। মোট ৮ বার দুই দলের দেখা হয়েছে। তাতে ৫ জয় আর্জেন্টিনার। ২ ম্যাচ জিতেছে পর্তুগাল। একটি ড্র।