রণবীরকে নিয়ে ‘জাতীয় পুরস্কার’ আনতে গেলেন আলিয়া
প্রথম নিউজ, ডেস্ক : আজ (১৭ অক্টোবর) অনুষ্ঠিত হবে ভারতের ‘জাতীয় পুরস্কার’ অনুষ্ঠান। এতে সেরা অভিনেত্রী হিসেবে এবছর জাতীয় পুরস্কার পাচ্ছেন আলিয়া ভাট। তিনি কৃতী শ্যাননের সঙ্গে এ মর্যাদাপূর্ণ পুরস্কার পাচ্ছেন। ৬৯তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠানের আগে আজ তাকে স্বামী রণবীর কাপুরের সঙ্গে বিমানবন্দরে আলিয়াকে দেখা গেছে।
আলিয়া ভাট জাতীয় পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আগে ভারতের রাজধানীর উদ্দেশে রওনা দিলেন ‘গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি’ অভিনেত্রী। সঙ্গে ছিলেন তার স্বামী, অভিনেতা রণবীর কাপুর। মুম্বাইয়ের কালনা বিমানবন্দরে তাদের পাপারাৎজিদের ক্যামেরাবন্দি হতে দেখা যায়।
এ বছর সঞ্জয় লীলা ভানশালী পরিচালিত ‘গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি’ সিনেমার জন্য জাতীয় পুরস্কার পেয়েছেন আলিয়া। সাদা চুড়িদার পরে দেখা গেল তাকে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট হওয়া ভিডিও দেখে অনেকেই লিখছেন, ‘গাঙ্গুওয়ালা সফেদ’। এবার তার সঙ্গে সেরা অভিনেত্রীর সম্মান ভাগ করে নেবেন কৃতী শ্যানন তার ‘মিমি’ সিনেমার জন্য।
আলিয়া ভাটের আগেই ক্যামেরাবন্দি হন ‘পুষ্পা’ অভিনেতা অল্লু অর্জুন। সঙ্গে ছিলেন তার স্ত্রী আল্লু স্নেহা রেড্ডি। হায়দরাবাদ বিমানবন্দরে দেখা যায় তাদের। সস্ত্রীক অভিনেতা যোগ দেবেন জাতীয় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে। ‘পুষ্পা’ সিনেমার জন্য এ বছর সেরা অভিনেতা হিসেবে জাতীয় পুরস্কার পাচ্ছেন তিনি।
গত ২৪ আগাস্ট সরাসরি সম্প্রচারিত হয় ৬৯তম জাতীয় চলচ্চিত্র উৎসব। পিআইবি ইন্ডিয়ার ফেসবুক পেজ ও পিআইবি ইন্ডিয়ার অফিশিয়াল ইউটিউব চ্যানেল থেকে সরাসরি দেখা যায় এ অনুষ্ঠান। এ বছর ফিচার ফিল্ম বিভাগে সেরা বাংলা সিনেমার শিরোপা পায় ‘কালকক্ষ - হাউজ অফ টাই’।
এ সিনেমার পরিচালক রাজদীপ পাল ও শর্মিষ্ঠা মাইতি। ফিচার ফিল্ম বিভাগে সেরা হিন্দি সিনেমা হয় ‘সর্দার উধম’। পরিচালক সুজিত সরকার। এছাড়া একাধিক পুরস্কার ওঠে ‘আরআরআর’-এর হাতে। পঙ্কজ ত্রিপাঠী, পল্লবী যোশী পুরস্কার পান। বাঙালি পরিচালক রামকমল মুখোপাধ্যায়ও পুরস্কৃত হয়েছেন।