রাজস্থানে বাস-ভ্যান সংঘর্ষে এক পরিবারের ৭ সদস্য নিহত
প্রথম নিউজ, ডেস্ক : ভারতের রাজস্থানের নবগঠিত দেদওয়ানা-কুচামান জেলায় বাসের সঙ্গে ভ্যানের সংঘর্ষে এক পরিবারের ৭ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন ২ জন। খুনখুনা থানার বাঁথাদি গ্রামের কাছে শনিবার দুর্ঘটনাটি ঘটে।
ডিএসপি ধরমচাঁদ বিষ্ণোই বলেন, ‘আহত দুই যাত্রীকে বাঙ্গার হাসপাতালে নেওয়া হয়েছিল। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাদের জয়পুরে পাঠানো হয়েছে।’
তিনি বলেন, ‘দুর্ঘটনার শিকার সবাই ভ্যানে করে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে সিকার থেকে নাগৌর যাচ্ছিলেন। দুর্ঘটনার সঠিক কারণ এখনও জানা যায়নি।’