সাবেক এমপি নাদিম মোস্তফা গ্রেফতার

আজ মঙ্গলবার ( দুপুর ১২টার দিকে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল তাকে গ্রেফতার করে। রাজশাহী জেলা পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

সাবেক এমপি নাদিম মোস্তফা গ্রেফতার
রাজশাহীর সাবেক এমপি নাদিম মোস্তফা গ্রেফতার

প্রথম নিউজ, রাজশাহী: রাজশাহীর পুঠিয়া-দুর্গাপুর আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট নাদিম মোস্তফাকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার ( দুপুর ১২টার দিকে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল তাকে গ্রেফতার করে। রাজশাহী জেলা পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, হত্যা মামলায় নাদিম মোস্তফার বিরুদ্ধে ওয়ারেন্ট রয়েছে। সেই ওয়ারেন্টের ভিত্তিতেই জেলা ডিবি পুলিশ দুপুর ১২টার দিকে শহরের পাঠানপাড়া এলাকার বাড়ি থেকে নাদিম মোস্তফাকে গ্রেফতার করে।

রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ জানান, ২০১৫ সালের ৫ জানুয়ারি পুঠিয়ার বানেশ্বরে মজির উদ্দীন হত্যার ঘটনা ঘটে। ওই হত্যা মামলায় গত মার্চে উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের আগাম জামিন পান নাদিম মোস্তফা। তবে উচ্চ আদালত তাকে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিলেও নাদিম মোস্তফা হাজিরা দেননি। ওই মামলাই পুলিশ গ্রেফতার করেছে।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom