রাজনৈতিক কারণে ঐতিহাসিক ঘটনা বদলে দেওয়া হচ্ছে: মমতা ব্যানার্জি

দেশের ইতিহাস, ভূগোল, বিজ্ঞান সব কিছুই বদলে দেওয়া হচ্ছে।" মুখ্যমন্ত্রীর মতে, একটি রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য এই বদল আনা হচ্ছে।

রাজনৈতিক কারণে ঐতিহাসিক ঘটনা বদলে দেওয়া হচ্ছে: মমতা ব্যানার্জি
রাজনীতির স্বার্থে ঐতিহাসিক ঘটনা বদলে দেওয়া হচ্ছে:মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি

প্রথম নিউজ, আন্তর্জাতিক ডেস্ক : রাজনৈতিক স্বার্থে বদলে দেওয়া হচ্ছে ইতিহাসও। আজ কারও নাম না করেই তীব্র কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আজ আলিপুর সংগ্রহশালার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। সেখানেই তিনি বলেন, "ঐতিহাসিক ঘটনা বদলে দেওয়া হচ্ছে। দেশের ইতিহাস, ভূগোল, বিজ্ঞান সব কিছুই বদলে দেওয়া হচ্ছে।" মুখ্যমন্ত্রীর মতে, একটি রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য এই বদল আনা হচ্ছে। এই বদলের পিছনের কারন কী? কী ভাবনায় এই ভাবনা বদল সেই প্রসঙ্গেও প্রশ্ন তোলেন তিনি। হিডকো আলিপুরে স্বাধীনতা সংগ্রামীদের নিয়ে একটি সংগ্রহশালা তৈরি করেছে। সেখানে নেতাজি সুভাষচন্দ্র বসু, জওহরলাল নেহরু, ঋষি অরবিন্দ, চিত্তরঞ্জন দাশ, বিধানচন্দ্র রায়ের কুঠুরিগুলিকে সংরক্ষণ করা হয়েছে। এছাড়াও থাকছে নানা মূর্তি, বই, তথ্য। আজ উদ্বোধনে মুখ্যমন্ত্রী বলেন, স্বাধীনতার ৭৫ বছরে এই সংগ্রহশালার উদ্বোধন করা হয়েছে, যাতে ভবিষ্যত প্রজন্ম স্বাধীনতা সংগ্রামীদের কথা জানতে পারে।

তিনি আরও বলেন,‘‘দেশকে যাঁরা স্বাধীন করে প্রাণ দিয়ে গিয়েছেন, আমাদের কি দায়িত্ব নয়, তাঁদের স্মরণে রাখা? নেতায় নেতায় আদর্শে বিরোধ থাকতে পারে, কিন্তু সম্মানে সম্মানের বিরোধ থাকতে পারে বলে আমি মনে করি না।’’ তবে ওয়াকিবহাল মহলের মতে, ইতিহাস বদলের যে অভিযোগ মুখ্যমন্ত্রী তুলেছেন, তাতে নাম না করেই কেন্দ্রকেই নিশানা করেছেন তিনি। 

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom