রাজধানীর ভেতরে কুমিল্লা-সিলেট-চট্টগ্রামগামী বাসের কাউন্টার রাখা যাবে না

বুধবার সড়ক পরিবহণ মালিক সমিতি ও শ্রমিক ফেডারেশনের নেতাদের সঙ্গে সমন্বয় সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রাজধানীর ভেতরে কুমিল্লা-সিলেট-চট্টগ্রামগামী বাসের কাউন্টার রাখা যাবে না
রাজধানীর ভেতরে কুমিল্লা-সিলেট-চট্টগ্রামগামী বাসের কাউন্টার রাখা যাবে না

প্রথম নিউজ, ডেস্ক: রাজধানী ঢাকার ভেতরে কুমিল্লা, সিলেট ও চট্টগ্রামগামী বাসের কোনো কাউন্টার রাখা যাবে না বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। মেয়র বলেন, আগামী ২ মে থেকে কুমিল্লা ও সিলেটগামী বাস এবং আগামী বছরের জানুয়ারি থেকে চট্টগ্রামগামী বাস রাজধানী ঢাকার ভেতরে কোনো কাউন্টার রাখতে পারবে না।

বুধবার সড়ক পরিবহণ মালিক সমিতি ও শ্রমিক ফেডারেশনের নেতাদের সঙ্গে সমন্বয় সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় আসন্ন রমজান মাসে সড়কে শৃঙ্খলা নিশ্চিত করে যান চলাচল স্বাভাবিক রাখতে অঙ্গীকার ব্যক্ত করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: