রাজধানীতে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষে চালকসহ নিহত ২
প্রথম নিউজ, ঢাকা : রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইলে বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছেন। নিহতরা হলেন পিকআপ ভ্যানচালক বাবুল চিশতি (৪৫) ও কবির হোসেন (৫০)।
রোববার (৫ মে) দিনগত রাত পৌনে ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। রাত পৌনে ৩টার দিকে পিকআপ ভ্যানচালক বাবুলকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। ৬ মে ভোর সাড়ে ৫টার দিকে মারা যান কবির হোসেন।
তরিকুল ইসলাম নামে এক পথচারী জানান, গতরাতে মাতুয়াইল মা ও শিশু হাসপাতালের সামনের রাস্তায় পিকআপ ভ্যানটি ইউটার্ন নেওয়ার সময় একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন দুইজন।
তিনি আরও জানান, নিহত দুইজনের বাড়ি শরীয়তপুর জেলার গোসাইরহাট ও ভেদরগঞ্জে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।