রাজধানীতে কাইজ্যা পার্টির ২ সদস্য গ্রেফতার
রাজধানীর মোহাম্মদপুরের বসিলা এলাকা থেকে বৃহস্পতিবার রাতে সাইদুর রহমান হাওলাদার ও মোর্শেদকে (৫০) গ্রেফতার করেছেন মিরপুর মডেল থানার ওসি মোহাম্মদ মহসীন।
প্রথম নিউজ, অনলাইন: রাজধানীতে কাইজ্যা পার্টির ২ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। রাজধানীর মোহাম্মদপুরের বসিলা এলাকা থেকে বৃহস্পতিবার রাতে সাইদুর রহমান হাওলাদার ও মোর্শেদকে (৫০) গ্রেফতার করেছেন মিরপুর মডেল থানার ওসি মোহাম্মদ মহসীন। তাদের কাছ থেকে চার লক্ষাধিক টাকা মূল্যমানের মেডিকেল মেশিন এবং দুই লক্ষাধিক টাকার কসমেটিকস সামগ্রী উদ্ধার করেছে পুলিশ।রনগরে এরা 'কাইজ্যা পার্টি' নামেই পরিচিত। এরা রিকশা নিয়ে ঘুরে। তাদের কয়েকজন সদস্য যাত্রীদের সঙ্গে ইচ্ছাকৃতভাবে ঝগড়া লাগিয়ে মালামাল হাতিয়ে নেওয়ার পাঁয়তারা করে। সুযোগ বুঝে মালামাল নিয়ে পালিয়ে যায়। সাইদুর এ গ্রুপের প্রধান।
মামলা সূত্রে জানা গেছে, গত ২০ ফেব্রুয়ারি মিরপুর-১০ থেকে ভিকটিম মহিউদ্দিন দুটি মেডিকেল মেশিন নিয়ে শেওড়াপাড়া যাওয়ার জন্য অপেক্ষা করছিলেন। এ সময় রিকশা নিয়ে সেখানে হাজির হয় সাইদুর। তার রিকশায় কিছুদূর যাওয়ার পর রিকশা নষ্ট হয়েছে বলে মহিউদ্দিনকে হাঁটতে বলে সাইদুর। মহিউদ্দিন রিকশা থেকে নেমে কিছুদূর যেতেই সেখানে ওতপেতে থাকা ২-৩ জন ইচ্ছাকৃতভাবে ঝগড়া লাগিয়ে দেয় তার সঙ্গে। এ সুযোগে মালামালসহ রিকশা নিয়ে পালিয়ে যায় সাইদুর। এ ঘটনায় মিরপুর মডেল থানায় অভিযোগ করলে বৃহস্পতিবার রাতে জড়িত দুইজনকে মোহাম্মদপুর থানার বসিলা এলাকা থেকে গ্রেফতার করা হয়।
তাদের দেওয়া স্বীকারোক্তি মোতাবেক কেরানীগঞ্জের শহীদনগর এলাকা থেকে মেডিকেল যন্ত্রাংশ এবং কসমেটিকস সামগ্রী উদ্ধার করা হয়। আসামিদের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, কাইজ্যা পার্টির গ্রুপে ঢাকা ও নারায়ণগঞ্জের ৭-৮ জন সদস্য আছে। তারা কয়েক ভাগে ভাগ হয়ে এ কাজ করে। এদের মধ্যে একদল থাকে ‘হাঁটাওয়ালা’। তারা রাস্তায় হাঁটাচলার মধ্যে যাত্রীর সঙ্গে ঝগড়া বাধায়। একজন ‘মাদলিওয়ালা’। সে রিকশা চালায়। সুযোগ বুঝে রিকশা নিয়ে পালিয়ে যায়। সাইদুর ছিল এই দলের ‘মাদলিওয়ালা’।
আরেক দল ‘পল্টিওয়ালা’। ঝগড়ার একপর্যায়ে যখন যাত্রী তার রিকশা খুঁজতে থাকেন তখন ওই দল তাকে উল্টো রাস্তা দেখিয়ে দেয়। মালামাল হাতিয়ে নেওয়ার পর সেই টাকার ৭০ শতাংশ সবাই সমানভাগে নেয়। অতিরিক্ত ২০ শতাংশ মাদলিওয়ালা এবং ১০ শতাংশ হাঁটাওয়ালার। ঢাকা ও নারায়ণগঞ্জে এ প্রতারণার কাজে প্রায় দুই বছর ধরে নিয়োজিত দলটি।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: