রেকর্ড সেঞ্চুরিতে সেরা বিশে মুশফিক, অবনতি তামিমের
আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের হয়ে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েছিলেন মুশফিকুর রহিম
প্রথম নিউজ, ডেস্ক : আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের হয়ে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েছিলেন মুশফিকুর রহিম। ৬০ বলে করা সেই সেঞ্চুরি বাংলাদেশের ওয়ানডে ইতিহাসে সবচেয়ে দ্রুততম। অবশ্য এমন ইনিংস খেলার পরই আইসিসি থেকে সুখবর পেলেন অভিজ্ঞ এই টাইগার ক্রিকেটার।
বুধবার (২২ মার্চ) আইসিসির হালনাগাদকৃত র্যাঙ্কিংয়ে ৪ ধাপ এগিয়েছেন মুশফিক। রেকর্ড সেঞ্চুরির পর অভিজ্ঞ এই উইকেটকিপার ব্যাটার ওঠে এসেছেন ১৮তম স্থানে।
অন্যদিকে, আগের মতোই ইনিংস বড় করতে না পারার হতাশার বৃত্তে আটকা তামিম। আইরিশদের বিপক্ষে প্রথম ম্যাচে ৩ রানে আউট হওয়া ওপেনার দ্বিতীয় ওয়ানডেতে করেন ২৩। তিন ধাপ পিছিয়ে বাঁহাতি এই ব্যাটার এখন ২২তম স্থানে।
বিস্তারিত আসছে...
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: