যথাসময়েই রাষ্ট্রপতি নির্বাচন

ইসি আলমগীর বলেন, ভোটার তালিকার খসড়া প্রকাশ করা হয়েছে। প্রতিবছর মার্চ মাসে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করি।

যথাসময়েই রাষ্ট্রপতি নির্বাচন
যথাসময়েই রাষ্ট্রপতি নির্বাচন

প্রথম নিউজ, অনলাইন : যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করতে প্রক্রিয়া শুরু করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর। গতকাল আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। ইসি আলমগীর বলেন, ভোটার তালিকার খসড়া প্রকাশ করা হয়েছে। প্রতিবছর মার্চ মাসে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করি। এবারও তাই হবে। যদি কারও কোনো আপত্তি থাকে, তারা আপত্তি দেবেন। ত্রুটি থাকলে সংশোধনের জন্য আবেদন করবেন। পরে আমরা চূড়ান্ত করে ভোটার দিবসে প্রকাশ করবো। তিনি বলেন, ইচ্ছাকৃতভাবে দ্বৈত ভোটার হওয়া অপরাধ। শাস্তি অনেক কঠিন। তার বিরুদ্ধে ক্রিমিনাল মামলা হবে। ভোটার তালিকা থেকে নাম কাটা যাবে। পাশাপাশি জেল খাটতে হবে। এক প্রশ্নের জবাবে কমিশনার আলমগীর বলেন, হালনাগাদ শেষে আগামী ২রা মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। সাধারণ নির্বাচনের আগে একটা সময় থাকে। সেই সময়ের মধ্যে ভোটার হলে তারাও অন্তর্ভুক্ত হবেন।

ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটের ধীরগতি রোধে হাতের ১০ আঙুলের ছাপ নেয়ার প্রসঙ্গে এ কমিশনার বলেন, ইসি সচিবালয় চেষ্টা করে যাচ্ছে। জেলা শহর, মেট্রোপলিটন এলাকায় ইভিএমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। তিনি আরও বলেন, মহামান্য রাষ্ট্রপতির নির্বাচনের প্রক্রিয়া আমরা ইতিমধ্যে শুরু করে দিয়েছি। যথাসময়ে নির্বাচন হবে। তবে কবে নাগাদ তফসিল ঘোষণা করা হতে পারে সে বিষয়ে মন্তব্য করেননি  তিনি বলেন, এভাবে তো বলতে পারবো না, যথাসময়ে হবে। আইন অনুযায়ী স্পিকারের সঙ্গে প্রধান নির্বাচন কমিশনারের এ প্রসঙ্গে আলাপ হবে।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: