মহাসমাবেশ সফল করতে মানিকগঞ্জ জেলা বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
প্রথম নিউজ, ঢাকা: ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ সফল করতে মানিকগঞ্জ জেলা বিএনপির প্রস্তুতি সভা আজ সকাল ১১ টায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
মানিকগঞ্জ জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতার সভাপতিত্বে সাধারণ সম্পাদক এস এ জিন্নাহ কবিরের পরিচালনায় আরও উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলার নির্বাহী কমিটির নেতৃবৃন্দসহ বিভিন্ন ইউনিটের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং অঙ্গ সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।
সভায় আগামী ২৮ অক্টোবরেরর মহাসমাবেশ সফল করতে দিক নির্দেশনামুলক বক্তব্য দেন রুহুল কবির রিজভী। রিজভী বলেন সারাদেশে বিএনপির নেতাকর্মীদের গণগ্রেফতার চলছে। বিএনপির শান্তিপুর্ণ মহাবেশকে বাধাগ্রস্ত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে লেলিয়ে দিয়েছে। কিন্তু যত বাধাই আসুক বিএনপির মহাসমাবেশ সফল হবে। ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশে জনতার ঢল নামবে। তিনি বলেন অবৈধ সরকার আর ক্ষমতায় টিকে থাকতে পারবে না।