মোহাম্মদপুরে মিষ্টির দোকানে আগুন
রাজধানীর মোহাম্মদপুরের চন্দ্রিমা মডেল টাউনের একটি ভবনে আগুনের খবর পাওয়া গেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট
প্রথম নিউজ, ঢাকা : রাজধানীর মোহাম্মদপুরের চন্দ্রিমা মডেল টাউনের একটি ভবনে আগুনের খবর পাওয়া গেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।
বৃহস্পতিবার (২৩ মার্চ) বিকেলে এ অগ্নিকাণ্ডের খবরে পাওয়া যায়।
আগুনের বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার।
তিনি বলেন, আজ বিকেল ৪ টা ৫০ মিনিটের দিকে আমাদের কাছে আগুনের খবরে আসে। আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পাঠানো হয়েছে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট।
তিনি আরও জানান, ভবনটির মিষ্টির দোকানে সিলিন্ডার বিস্ফোরণ থেকে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: