মাসে ২৬ লাখ টাকা বেতন ইনজামামের!

 মাসে ২৬ লাখ টাকা বেতন ইনজামামের!

প্রথম নিউজ, ডেস্ক : পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান নির্বাচক হিসেবে আগস্টের শুরুতেই দায়িত্ব পেয়েছিলেন সাবেক অধিনায়ক ইনজামাম-উল হক। এবার তার সঙ্গে তিন বছরের চুক্তি সম্পন্নের প্রাথমিক অনুমোদন দিয়েছে পিসিবি। যেখানে প্রতি মাসে ইনজামামের জন্য বড় অঙ্কের বেতন গুনতে হবে পিসিবিকে। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় সাড়ে ২৬ লাখ (২ মিলিয়ন রুপি) টাকা। 

এর আগে ৭ আগস্ট পিসিবির এক আনুষ্ঠানিক বিবৃতিতে সাবেক এই পাকিস্তানি অধিনায়ককে প্রধান নির্বাচকের দায়িত্ব প্রদানের ঘোষণা দেওয়া হয়। যার অংশ হিসেবে শ্রীলঙ্কার বিপক্ষে খেলা টেস্ট সিরিজ এবং আগামীকাল (৩০ আগস্ট) থেকে শুরু হতে যাওয়া এশিয়া কাপের জন্য তিনি পাকিস্তানের স্কোয়াড বাছাই করেন। তবে তখনও ইনজামামের সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তিতে যায়নি পিসিবি। এরপর দলের ধারাবাহিক সাফল্য অর্জন ও সিদ্ধান্ত প্রণয়নে সুবিধার স্বার্থে এবার সেই চুক্তি সম্পন্ন হতে যাচ্ছে।

সংবাদমাধ্যম ক্রিকেট পাকিস্তান বলছে, যদি দীর্ঘমেয়াদে চুক্তি সম্পন্ন হয় তাহলে ইনজামাম তার দায়িত্বে পূর্ণ মনোযোগ দেবেন বলে ধারণা করা হচ্ছে। অন্যান্য লিগের সঙ্গে তার সংশ্লিষ্টতা থাকলেও, তিনি পিসিবির দায়িত্বকেই প্রাধান্য দেবেন। সূত্রমতে জানা গেছে, এজন্য সাবেক এই ক্রিকেটারকে মাসে দেওয়া হবে ২ মিলিয়ন রুপি।