মৌসুমের প্রথম ম্যাচে কষ্টার্জিত জয় ম্যানইউর
প্রথম নিউজ, স্পোর্টস ডেস্ক: ইংলিশ প্রিমিয়ার লিগের উদ্বোধনী ম্যাচে জয় পেয়েছে প্রায় সব বড় বড় দলই। যদিও প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিলো লিভারপুল এবং চেলসি। তাদের কেউ হারেনি। অর্থ্যাৎ ড্র দিয়ে শুরু করেছিলো। সর্বশেষ সোমবার রাতে মাঠে নেমেছিলো অন্যতম জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড।
নিজেদের মাঠে উলভারহ্যাম্পনের বিপক্ষে এক সময় জয়হীনভাবেই মাঠ ছাড়ার শঙ্কা তৈরি হয় ম্যানইউ সমর্থকদের মধ্যে। শেষ পর্যন্ত ডিফেন্ডার রাফায়েল ভারানের গোলে কষ্টার্জিত জয় দিয়েই নতুন মৌসুম শুরু করলো এরিক টেন হাগের শিষ্যরা। ওল্ড ট্র্যাফোর্ডে সিজন ওপেনার দেখতে জড়ো হয়েছিলো ৭৩ হাজার ৩৫৮জন দর্শক। রেড ডেভিলদের হতাশ হতে হয়নি। ম্যাচের ৭৬তম মিনিটে অসাধারণ এক হেডে উলভসের জালে বল জড়ান ভারানে।
অ্যারোন ওয়ান বিসাক বক্সের মধ্যে দারুণ এক ক্রস করলে ভেসে আসা বলকে ৬ গজ দুর থেকে হেড করেন ভারানে। তার এই হেডে গ্যালারির পিন-পতন নিরবতা ভেঙে খান খান হয়ে যায়। হাঁফ ছেড়ে বাঁচেন যেন ম্যানইউ কোচ এরিক টেন হাগ। বেশ কয়েকবারই গোল হজম করার পর্যায়ে চলে গিয়েছিলো ম্যানইউ। সে জায়গা থেকে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে ফেরা অনেক বড় ব্যাপার হয়ে দাঁড়ালো ম্যানইউর জন্য।
উলভারহ্যাম্পটন গত এক সপ্তাহ একটু টালমাটাল অবস্থার মধ্য দিয়ে যাচ্ছিলো। ক্লাবের টপ ট্যালেন্ট ফুটবলারদের বিক্রি করা নিয়ে গন্ডগোলের জের ধরে স্প্যানিশ কোচ হুলেন লোপেতেগুই কোচের পদ থেকে সরে দাঁড়ান। এরপর ৫দিন আগে সাবেক বোর্নমাউথ কোচ গ্যারি ও’নেইলকে কোচ হিসেবে নিয়োগ দেয় তারা।
তবে ম্যানইউর মাঠে খেলতে এসে উলভারহ্যাম্পনই ছিল চালকের আসনে। ম্যাচের নিয়ন্ত্রণ ছিল অনেকটাই তাদের দখলে। অনেকগুলো গোলের দারুণ সুযোগ তৈরি করেছিলো তারা। জয়ের জন্য এর এক-দুটি কাজে লাগলেই ছিল যথেষ্ট। শেষ দিকে তো একটি পেনাল্টিও পেয়েছিলো তারা। কিন্তু ভিএআর চেক করে সেই পেনাল্টি বাতিল করা হয়।