মালনীছড়ায় সড়কের পাশে পড়ে ছিল ব্যবসায়ীর মরদেহ

মনিরুল ইসলাম নগরীর খাসদবির এলাকার একটি ওয়ার্কসপের স্বত্বাধিকারী এবং এয়ারপোর্ট থানাধীন নয়াবাজার এলাকার নুরুল মিয়ার ছেলে।

মালনীছড়ায় সড়কের পাশে পড়ে ছিল ব্যবসায়ীর মরদেহ

প্রথম নিউজ, সিলেট: সিলেট নগরীর মালনীছড়ায় মনিরুল ইসলাম (৪১) নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (০৪ জুন) রাত সাড়ে ৯টার দিকে সিলেট-বিমানবন্দর সড়কের মালনীছড়া চা-বাগানের বাংলোর রাস্তা সংলগ্ন প্রধান সড়কের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

মনিরুল ইসলাম নগরীর খাসদবির এলাকার একটি ওয়ার্কসপের স্বত্বাধিকারী এবং এয়ারপোর্ট থানাধীন নয়াবাজার এলাকার নুরুল মিয়ার ছেলে।

এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ মাইনুল জাকির  বলেন, আমরা এক ব্যবসায়ীর কোপানো মরদেহ উদ্ধার করেছি। লাশের ডান হাতসহ দেহের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। রক্তাক্ত অবস্থায় মরদেহ পড়ে থাকতে দেখে পথচারীরা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। সিআইডির একটি টিম এই ঘটনার আলামত সংগ্রহ করেছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জের ধরেই তাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এই ঘটনা আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করছি। অপরাধীদের ধরতে আমাদের একাধিক টিম কাজ করছে।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom