মিরপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
রাজধানীর মিরপুরে একটি বাসা থেকে আঁখি আক্তার (১৯) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ
প্রথম নিউজ, ডেস্ক : রাজধানীর মিরপুরে একটি বাসা থেকে আঁখি আক্তার (১৯) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৮ জানুয়ারি) পল্লবীর কালশীর বাউনিয়া বাঁধ এলাকায় এই ঘটনা ঘটে।
নিহতের বাবা আশরাফ জানান, তাদের গ্রামের বাড়ি লালমনিরহাটের হাতীবান্ধা থানায়। তারা মিরপুরে থাকতেন।
পল্লবী থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) পার্থ মল্লিক বলেন, আমরা খবর পেয়ে মিরপুরের কালশী বাউনিয়া বাঁধ এলাকার একটি বাসা থেকে আঁখি আক্তারের মরদেহ উদ্ধার করি। তার মরদেহ ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে গলায় পেঁচানো অবস্থায় ছিল।
মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নিহতের বাবা আশরাফের বরাতে এসআই জানান, ওই নারীর স্বামী সজীব একজন গাড়িচালক। পারিবারিক কলহের জের ধরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন আঁখি।
তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানান এসআই।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews