মদিনায় দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু
এ নিয়ে চলতি মৌসুমে হজযাত্রা শুরুর পর মোট ছয় বাংলাদেশির মৃত্যু হলো।
প্রথম নিউজ ডেস্ক: সৌদি আরবে পবিত্র হজ পালন করতে গিয়ে আরও দুই বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি মৌসুমে হজযাত্রা শুরুর পর মোট ছয় বাংলাদেশির মৃত্যু হলো।
আজ (বুধবার) রাত ২টায় প্রকাশিত হজ বুলেটিনে ছয়জনের মৃত্যুর কথা জানানো হয়েছে। এরআগে ১৭ জুন দু’জন আর ১১ জুন ও ১৬ জুন আরও দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়।
সর্বশেষ যে দু’জন মারা গেছেন তারা হলেন মো. আবদুল জলিল খান (৬২) ও বিউটি বেগম (৪৭)। তারা দুজনই গতকাল (২১ জুন) মারা যান। আবদুল জলিলের বাড়ি রংপুরের পীরগাছার তাম্বুলপুরে। তার পাসপোর্ট নম্বর BX0552614। আর বিউটি বেগম রাজধানী ঢাকার বাসিন্দা। তার পাসপোর্ট নম্বর EA0009584।
চলতি বছর এ পর্যন্ত (২২ জুন রাত ২টা) ২৮ হাজার ৩০৯ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ৩৮৫ ও বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী ২৪ হাজার ৯২৪ জন। হজ সম্পর্কিত প্রতিদিনের বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। এয়ারলাইনস, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা এবং সৌদি আরব সূত্রে এ তথ্য জানিয়েছে হেল্পডেস্ক।
মোট ৭৮টি ফ্লাইটে সৌদি গেছেন হজযাত্রীরা। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ৪৩টি, সৌদি এয়ারলাইন্স পরিচালিত ৩০টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট সংখ্যা ৫টি।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews