মতিঝিল থেকে ভুয়া পুলিশ কর্মকর্তা আটক
রাজধানীর মতিঝিলে ইত্তেফাক মোড় এলাকা থেকে মোহাম্মদ ছানাউল্লাহ সরকার নামে অতিরিক্ত পুলিশ সুপার পরিচয়দানকারী এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

প্রথম নিউজ, অনলাইন: রাজধানীর মতিঝিলে ইত্তেফাক মোড় এলাকা থেকে মোহাম্মদ ছানাউল্লাহ সরকার নামে অতিরিক্ত পুলিশ সুপার পরিচয়দানকারী এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তার বিরুদ্ধে ওয়ারী থানায় মামলা করা হয়েছে। মামলার বাদি পুলিশের ট্রাফিক ওয়ারি জোনের সার্জেন্ট মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব এজাহারে উল্লেখ করেন, তিনি গত বুধবার সকালে ইত্তেফাক ক্রসিংয়ে ডিউটিতে ছিলেন। এ সময় এক পাঠাওচালক তার মোটরসাইকেলে হেলমেটবিহীন যাত্রী বহন করছিলেন। তাকে থামিয়ে যাত্রী হেলমেট ছাড়া কেন জানতে চাইলে যাত্রী ছানাউল্লাহ সরকার নিজেকে অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) বলে পরিচয় দেন ও ক্ষিপ্ত হয়ে ওঠেন। এজাহারে আরো উল্লেখ করা হয়, আসামি ছানাউল্লাহ সরকারের কাছে তার কর্মস্থল কোথায় জানতে চাইলে তাড়াহুড়া করেন এবং কুমিল্লায় যাওয়ার কথা বলেন। তিনি নিজেকে দায়িত্বরত সার্জেন্টকে তার সুপেরিয়র উল্লেখ করে তাকে ছেড়ে দেয়ার নির্দেশ দেন। এতে সন্দেহ হলে কততম ব্যাচের জানতে চাওয়া হলে ২২তম বিসিএস কর্মকর্তা বলে তিনি জানান। পরে আসামির বিপি নম্বর জানতে চাইলে বলতে পারেননি। বিষয়টি ওয়ারি থানায় জানানো হলে পুলিশ এসে তাকে হেফাজতে নেয়।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: