মাঠ প্রশাসনে রদবদল

মাঠ প্রশাসনে অতিরিক্ত বিভাগীয় কমিশনার, অতিরিক্ত জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা পদে রদবদল করা হয়েছে।

মাঠ প্রশাসনে রদবদল

প্রথম নিউজ,অনলাইন: মাঠ প্রশাসনে অতিরিক্ত বিভাগীয় কমিশনার, অতিরিক্ত জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা পদে রদবদল করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে রোববার উল্লিখিত রদবদলের প্রজ্ঞাপন জারি করা হয়েছে। জারি করা আদেশে, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের সচিব মো. তবিবুর রহমানকে অতিরিক্ত বিভাগীয় কমিশনার হিসেবে খুলনায় পদায়ন করা হয়েছে। বগুড়ায় অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে বদলীর আদেশাধীন রামানন্দ পালকে অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে ফরিদপুর পদায়ন করা হয়েছে। 

বাংলাদেশ সরকারি কর্ম-কমিশনের সিলেট কার্যালয়ের উপপরিচালক মো. ফিরুজুল ইসলামকে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে কুড়িগ্রামে পদায়ন করা হয়েছে।

এছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে পদায়নের জন্য সিনিয়র সহকারী কমিশনার মো. তৌহিদুর রহমানকে রাজশাহী, মো. শামীম মিঞাকে বরিশাল, মো. শাহরিয়ার হক, মো. কামাল হোসেন ও শেখ মেহেদী ইসলামকে খুলনার বিভাগীয় কমিশনারের অধীনে ন্যস্ত করা হয়েছে।