মাঠ থেকে যুবকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার
ঢাকার আশুলিয়ায় একটি মাঠ থেকে আতিয়ার রহমান নামে এক যুবকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ
প্রথম নিউজ, আশুলিয়া : ঢাকার আশুলিয়ায় একটি মাঠ থেকে আতিয়ার রহমান নামে এক যুবকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার সকালে আশুলিয়ার জামগড়া রূপায়ণ মাঠ থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত আতিয়ার রহমান রংপুর সদরের উত্তর খলেয়ার হাজিপাড়া এলাকার আব্দুর রহমানের ছেলে। তিনি আশুলিয়ার জামগড়া এলাকায় জমি কিনে বাড়ি করে সেখানে পরিবার নিয়ে থেকে প্রাইভেটকার চালাতেন।
স্থানীয়রা জানান, আতিয়ার রহমান মঙ্গলবার রাতে গাড়ি চালানোর কথা বলে বাড়ি থেকে বের হয়ে আর ফিরেননি। সকালে রূপায়ণ মাঠে স্থানীয় এক ব্যক্তি গরু চরাতে গেলে হাত-পা বাঁধা অবস্থায় তার লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে।
আশুলিয়া থানার ওসি (তদন্ত) মো. মোমেনুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেলে পাঠানো হয়েছে। নিহতের হাত ও পা বাঁধা ছিল। তার শরীরে কোনো গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। লাশ উদ্ধারের সময় তার পকেটে থাকা ন্যাশনাল আইডি কার্ড থেকে পরিচয় নিশ্চিত হওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: