ভোলায় ব্যবসায়ীর বসতঘরে মিলল ১৫ মণ সরকারি চাল

সরকারি চাল মজুতের দায়ে ঘরটি সিলগালার পাশাপাশি দুজনকে আটক করা হয়েছে।   

ভোলায় ব্যবসায়ীর বসতঘরে মিলল ১৫ মণ সরকারি চাল

প্রথম নিউজ, ভোলা : ভোলার বোরহানউদ্দিন উপজেলায় এক ব্যবসায়ীর বসতঘর থেকে ভিজিএফের ১৫ মণ চাল উদ্ধার করা হয়েছে। সরকারি চাল মজুতের দায়ে ঘরটি সিলগালার পাশাপাশি দুজনকে আটক করা হয়েছে।   

মঙ্গলবার (৩১ মে) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার টবগী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও স্থানীয় মনিরাম বাজারের ব্যবসায়ী মো. নাছির তালুকদারের বসতঘর থেকে এ চাল উদ্ধার করা হয়।   গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম বোরহানউদ্দিন থানা পুলিশের সহযোগিতায় মনিরাম বাজারের চাল ব্যবসায়ী নাছির তালুকদারের বসতঘরে অভিযান চালান এবং ১৩ বস্তায় রাখা ১৫ মণ চাল উদ্ধার করেন। 

সরকারি চাল মজুদের দায়ে সিলগারা করে দেওয়া হয় বসতঘরটি। পরে এ ঘটনায় জড়িত থাকার অপরাধে টবগী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড চৌকিদার আনর আলী ও ব্যবসায়ী নাছির তালুকদারকে আটক করা হয়। ঘটনার সততা নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম নিজেই।  বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন ফকির জানান, উদ্ধার হওয়া চাল ও আটকদের থানায় নিয়ে আশা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom