ভ্রমণে গিয়ে সাগরে নিখোঁজ মরক্কোর দুই ফুটবলার

ভ্রমণে গিয়ে সাগরে নিখোঁজ মরক্কোর দুই ফুটবলার

প্রথম নিউজ, ডেস্ক : ভূমধ্যসাগরে পস্রোতের কবলে পড়ে মরক্কোর দুই ফুটবলার নিখোঁজ হয়েছেন। সালমান হাররাক এবং আবদেলাতিফ আখরিফ নামের এই দুই ফুটবলার দেশটির ক্লাব ইত্তিহাদ ট্যানগারের হয়ে খেলতেন। তাদের নিখোঁজ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ইত্তিহাদ ট্যানগার।

গতকাল রোববার ক্লাবটির একজন কর্মকর্তা বলেন, শক্তিশালী স্রোতে তাদের ছোট নৌযানটি ভেসে যাওয়ার পর সমুদ্রে নিখোঁজ হয়েছেন।

ক্লাবের ডেপুটি প্রেসিডেন্ট আনাস মারবেত বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, পাঁচজন খেলোয়াড়ের একটি দল উত্তরাঞ্চলীয় শহর টাঙ্গিয়ারে ভ্রমণ করতে গিয়েছিলেন। যখন তারা গভীর জলে সাঁতার কাটছিল তখন প্রবল স্রোত এবং বাতাস তাদের নৌযানটিকে দূরে সরিয়ে নিয়েছিল। পরে তাদের সন্ধান পাওয়া যায়নি।

আনাস মারবেত বলেন, তিনজন খেলোয়াড়কে ইতিমধ্যেই উদ্ধার করা হয়েছে। যদিও নিখোঁজ সালমান হাররাক এবং আবদেলাতিফ আখরিফের সন্ধান পাওয়ার চেষ্টা চলছে।


যে ৩ খেলোয়াড়কে উদ্ধার করা হয়েছে তারা জানিয়েছেন, নিখোঁজ ফুটবলাররা ছোট নৌযান থেকে লাফিয়ে পড়েছিলেন। তাদের কাছে বয়া (পানিতে ভেসে থাকার বিশেষ উপকরণ) ছিল না।