বাহরাইনকে উড়িয়ে দেওয়া একাদশ নিয়েই মিয়ানমারের সামনে বাংলাদেশ

বাহরাইনকে উড়িয়ে দেওয়া একাদশ নিয়েই মিয়ানমারের সামনে বাংলাদেশ

প্রথম নিউজ, খেলা ডেস্ক: নারী এশিয়ান কাপের বাছাইপর্বে নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী বাহরাইনকে উড়িয়ে দিয়েছিল বাংলাদেশ, জিতেছিল ৭-০ গোলের বড় ব্যবধানে। সেই ম্যাচের পর এবার নিজেদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে মিয়ানমারের মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দল। বুধবার ইয়াঙ্গনের থুন্না স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর ৩টা ৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি। এই লড়াইয়ে বাহরাইন ম্যাচের একাদশের ওপরই ভরসা রেখেছেন কোচ পিটার বাটলার।

ম্যাচটা বাংলাদেশের জন্য ইতিহাসের হাতছানি নিয়েই অপেক্ষা করছে। কারণ এই ম্যাচে যে দল জিতবে, তারাই ২০২৬ সালে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় নারী এশিয়ান কাপে খেলার লড়াইয়ে অনেকটাই এগিয়ে যাবে। বাংলাদেশ দল আগের একাদশই অপরিবর্তিত রেখেছে। অর্থাৎ, মিয়ানমারের বিপক্ষেও বাংলাদেশের শুরুটা হবে ৩-৫-২ ফরমেশনে। পরিস্থিতি অনুযায়ী কোচ পিটার বাটলার ফরমেশন পরিবর্তন করতে পারেন।

এই ৩-৫-২ ফরমেশনে হাই লাইনের ডিফেন্স ব্যবহার করে বাহরাইনের বিপক্ষে দারুণ সাফল্য পেয়েছিল বাংলাদেশ। তবে র‌্যাঙ্কিংয়ে অনেক এগিয়ে থাকা মিয়ানমারের বিপক্ষে একই কৌশল কতটা কার্যকর হয়, সেটিই এখন দেখার বিষয়।

দুই দলই বাছাইপর্ব শুরু করেছে দুর্দান্ত জয়ে – মিয়ানমার তুর্কমেনিস্তানকে ৮-০ গোলে হারিয়েছে, আর বাংলাদেশ ৭-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছে বাহরাইনকে। ফলে মিয়ানমার ও বাংলাদেশের মধ্যকার এই ম্যাচের ফলাফলই শেষ পর্যন্ত ঠিক করে দিতে পারে কারা যাবে মূল আসরে। ম্যাচটি সরাসরি দেখা যাবে পিয়োন প্লে স্পোর্টসের ইউটিউব চ্যানেলে।

বাংলাদেশের একাদশ:
গোলকিপার: রূপনা চাকমা
ডিফেন্ডার: আফইদা খন্দকার, শিউলি আজিম, শামসুন্নাহার সিনিয়র
মিডফিল্ডার: মনিকা চাকমা, মারিয়া মান্ডা, স্বপ্না রাণী মন্ডল, ঋতুপর্ণা চাকমা, কোহাতি কিসকু
ফরোয়ার্ড: তহুরা খাতুন, শামসুন্নাহার জুনিয়র