বৃষ্টিতে ভেসে গেল ভারতের প্রস্তুতি

বৃষ্টিতে ভেসে গেল ভারতের প্রস্তুতি

প্রথম নিউজ, স্পোর্টস ডেস্ক : বৃষ্টিতে ভেসে গেল ভারতের প্রস্তুতি। ক্রিকেট বিশ্বকাপ শুরুর আগে প্রতিটি দলের জন্য দুটি করে প্রস্তুতি ম্যাচের ব্যবস্থা করে আইসিসি। কিন্তু দুর্ভাগ্য বিশ্বকাপের এবারের আসরের স্বাগতিকদের। তাদের দুটি প্রস্তুতি ম্যাচই জলে ভেসে গেল। গত শুক্রবার ইংল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিল বিরাট কোহলিদের। তিরুবন্তপুরমে সেই ম্যাচে বৃষ্টির কারণে টসও হয়নি।

আজ মঙ্গলবার তিরুবন্তপুরমের সেই একই ভেন্যুতে প্রস্তুতি ম্যাচ ছিল ভারত-নেদারল্যান্ডসের। কিন্তু এদিনও বৃষ্টির কারণে খেলাটি পরিত্যক্ত হয়।  ভারতের প্রস্তুতিমূলক দুটি ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ায় রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট দলকে প্রস্তুতি ছাড়াই সরাসরি মাঠের লড়াইয়ে নামতে হবে।

অবশ্য প্রস্তুতি ম্যাচ না খেললেও রোহিত শর্মা-বিরাট কোহলিদের সমস্যা হওয়ার কথা নয়। তার কারণ গত মাসেই তারা অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলে ২-১ ব্যবধানে জিতেছে।