বাঁশখালীতে পুকুরের ঘাটে মিলল গৃহপরিচারিকা রক্তাক্ত মরদেহ
আজ শনিবার (১৪ অক্টোবর) ভোরে ছনুয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মনুমিয়াজী বাড়িতে এ ঘটনা ঘটেছে।
প্রথম নিউজ, চট্টগ্রাম: বাঁশখালীতে রাফিয়া বেগম (৪৫) নামে এক গৃহপরিচারিকার রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (১৪ অক্টোবর) ভোরে ছনুয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মনুমিয়াজী বাড়িতে এ ঘটনা ঘটেছে।
নিহত রাফিয়া ছনুয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের হাঁসপাড়া এলাকার আবুল হাশেমের স্ত্রী। বাঁশখালী থানার উপ পরিদর্শক (এসআই) হাফিজুর রহমান বলেন, ছনুয়া কাদেরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক মৃত আরেফুল কাদের চৌধুরীর বাড়িতে গৃহপরিচারিকা হিসেবে থাকতেন রাফিয়া বেগম।
ভোরে আরেফুল কাদেরের বাড়ি সংলগ্ন পুকুরের ঘাটে রাফিয়া বেগমের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। মরদেহের কপালে, মুখে, মাথায় ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।
আসামি ধরতে অভিযান চলানো হচ্ছে বলেও জানান তিনি