বোলিংয়েও জাদু দেখিয়ে ৪৯ বছর পুরোনো রেকর্ডে জাদেজা

মোহালি টেস্ট যেন পুরোপুরি করে নিচ্ছেন ভারতের অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা

 বোলিংয়েও জাদু দেখিয়ে ৪৯ বছর পুরোনো রেকর্ডে জাদেজা
বোলিংয়েও জাদু দেখিয়ে ৪৯ বছর পুরোনো রেকর্ডে জাদেজা

প্রথম নিউজ, ডেস্ক : মোহালি টেস্ট যেন পুরোপুরি করে নিচ্ছেন ভারতের অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। প্রথমে ব্যাট হাতে ১৭৫ রানের ইনিংস খেলে দলকে নিয়ে পৌনে ছয়শ রানে। আর আজ বল হাতে ৪১ রানে পাঁচ উইকেট নিয়ে শ্রীলঙ্কাকে ফেলে দিয়েছেন ফলো অনে।

একই টেস্টে ব্যাটিংয়ে ন্যুনতম ১৫০ রান ও বোলিংয়ে অন্তত ৫ উইকেট নেওয়া বিশ্বের ষষ্ঠ ক্রিকেটার হলেন জাদেজা। সবশেষ ১৯৭৩ সালে দেখা গেছে এমন কীর্তি। প্রায় ৪৯ বছর পর এই রেকর্ডে নিজের নাম তুললেন বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার জাদেজা।

জাদেজার ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরিতে ১৭৫ রানের অপরাজিত ইনিংসের সুবাদে ৮ উইকেটে ৫৭৪ রান তুলে নিজেদের ইনিংস ঘোষণা করেছিল ভারত। আজ ম্যাচের তৃতীয় জাদেজার ঘূর্নিতে শেষের ১৩ রানে ৬ উইকেট হারিয়ে ১৭৪ রানে গুটিয়ে গেছে শ্রীলঙ্কা।

ফলে ৪০০ রানের বিশাল লিড পেয়েছে ভারত। তারা ফলো অন করানোর সিদ্ধান্ত নিয়েছে। তাই আবার ব্যাটিংয়ে নেমেছে শ্রীলঙ্কা। এরই মধ্যে ১০ রানে ১ উইকেট হারিয়ে ফেলেছে সফরকারীরা। ইনিংস পরাজয় এড়াতেই তাদের করতে হবে আরও ৩৯০ রান।

লঙ্কানদের এই অবস্থা করার পেছনে মূল কারিগর জাদেজা। তিনি ১৭৫ রানের ইনিংস খেলার পর বল হাতে নিলেন ৪১ রানে ৫ উইকেট। টেস্ট ক্রিকেটে একই ম্যাচে সবশেষ এমন কীর্তি দেখা গেছে প্রায় ৪৯ বছর আগে, ১৯৭৩ সালে।

নিউজিল্যান্ডের বিপক্ষে ২০১ রানের ইনিংস খেলার পর একই ম্যাচে ৪৯ রানে ৫ উইকেট নেন পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার মুশতাক মোহাম্মদ। তার আগে স্যার গ্যারি সোবার্স, পলি উমরিগার, ডেনিস অ্যাটকিনসন ও ভিনু মানকড় গড়েছেন এই কীর্তি।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom