বরিশালে ৩ হাজার বাড়িঘর বিধ্বস্ত, মাছ চাষিদের ক্ষতি ৮ কোটি টাকা

একইসঙ্গে ঘের ও পুকুরের মাছ ভেসে এক হাজার ৪১৬ চাষির আট কোটি ১৯ লাখ ৬০ হাজার টাকার ক্ষতি হয়েছে।

বরিশালে ৩ হাজার বাড়িঘর বিধ্বস্ত, মাছ চাষিদের ক্ষতি ৮ কোটি টাকা

প্রথম নিউজ,বরিশাল: ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে বরিশাল জেলার ১০ উপজেলায় তিন হাজার ১৪১টি ঘর বিধ্বস্ত হয়েছে। একইসঙ্গে ঘের ও পুকুরের মাছ ভেসে এক হাজার ৪১৬ চাষির আট কোটি ১৯ লাখ ৬০ হাজার টাকার ক্ষতি হয়েছে।

মঙ্গলবার (২৫ অক্টোবর) বিকালে এ তথ্য জানিয়েছেন বরিশালের জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। তিনি বলেন, সবচেয়ে বেশি বাড়িঘর বিধ্বস্ত হয়েছে হিজলা উপজেলায়। সেখানকার দুই হাজার ২০০টি বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। এছাড়া আগৈলঝাড়ায় ৩৫, গৌরনদীতে ১১৫, উজিরপুরে ১৫০, বানারীপাড়ায় ১০০, বাবুগঞ্জে ১০৫, মুলাদীতে ৬০, মেহেন্দিগঞ্জে ১৩২, বরিশাল সদর ও মহানগরে ৬০ এবং বাকেরগঞ্জে ১৮১টি বাড়িঘর বিধ্বস্ত হয়েছে।

জেলা প্রশাসক আরও বলেন, বরিশাল জেলায় প্রায় ৯০ হাজার ৬২১ জন দুর্গত মানুষকে শুকনো খাবার দেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দেওয়া হবে।

মৎস্য অধিদফতরের বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক নাসির উদ্দিন বলেন, ঘূর্ণিঝড়ের প্রভাবে বরিশাল জেলায় এক হাজার ৮৪৩টি দিঘি, পুকুর ও ঘের ডুবে গেছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন এক হাজার ৪১৬ জন খামারি। ভেসে গেছে ৫৮৫ মেট্রিক টন মাছ। এর মধ্যে পোনা ২৪ লাখ। ক্ষতির পরিমাণ প্রায় ছয় কোটি ৬৬ লাখ ৬০ হাজার টাকা। পোনা ভেসে গেছে ৫৪ লাখ টাকার। অবকাঠামোগত ক্ষতি হয়েছে ৯৯ লাখ টাকার। মোট ক্ষতি হয়েছে আট কোটি ১৯ লাখ ৬০ হাজার টাকা।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom